হাঙ্গেরির সীমান্ত আরও দক্ষতার সাথে সুরক্ষিত করতে অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হাঙ্গেরির স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন
ইউরোপ ডেস্কঃ আজ অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার অস্ট্রিয়া হাঙ্গেরির সীমান্ত পরিদর্শন করতে এসে একথা জানান।অস্ট্রিয়ার এই পূর্ব সীমান্তে গত সপ্তাহান্তে ২২৯ জন অবৈধ অনুপ্রবেশকারীকে অস্ট্রিয়ার নিরাপত্তা বাহিনী অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করেছে। সীমান্তে এক সংক্ষিপ্ত বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান,অস্ট্রিয়ার পূর্ব সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন ছাড়াও ড্রোন, হেলিকপ্টার এবং থার্মাল ইমেজিং ক্যামেরাও ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার আরও বলেন,”আমরা চোরাচালানকারীদের থামাতে চাই – এবং সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের এই সিগন্যাল পাঠাতে চাই: আমাদের কাছে আসবেন না!”
মন্ত্রী আরও জানান, মূল অপরাধীদের ধরতে অস্ট্রিয়ান নিরাপত্তা বাহিনী অভিবাসীদের সেলফোনগুলিকেও অন্যান্য বিষয়ের সাথে পূন্খানুপূন্খরুপে তদন্ত করে দেখছে।
আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩৬৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫ জন।রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭৪ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ, Salzburg ও Tirol রাজ্যে ৫২ জন করে,NÖ রাজ্যে ৪৩ জন, Steiermark রাজ্যে ৩৯ জন,Kärnten রাজ্যে ৩০ জন, Vorarlberg রাজ্যে ১৫ জন এবং Burgenland রাজ্যে ১০ জন নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন।
আজ অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ দেশে করোনার প্রতিষেধক টিকা দেয়া হয়েছে ২৯,১৫৯ ডোজ এবং এই পর্যন্ত মোট টিকা প্রদান সম্পন্ন করা হয়েছে ৯৪,৪৩,৫৭২ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন মোট ৯৪,৪৩,৫৭২ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৪৯,২ শতাংশ।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৫৬,৯৪৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৭৩৭ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৪১,৫৪১ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৪,৬৭১ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৪০ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২১ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
কবির আহমেদ/ইবিটাইমস