লাহেল মাহমুদ,পিরোজপুর : পিরোজপুরে করোনা আক্রান্ত হয়ে নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। জেলা হাসপাতালের সিভিল সার্জন হাসানাত ই্উসুফ ঝাকি মঙ্গলবার (২৭জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলার মঠবাড়িয়া উপজেলায় করোনা আক্রান্ত হয়ে ১ জন, ভান্ডারিয়ায় ১ জন, কাউখালীতে ১ জন ও নেছারাবাদ উপজেলায় ১ জন মারা গেছেন।
সিভিল সার্জন জানান, জেলা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ওয়ার্ডে ৪৫ জন রোগী ভর্তি রয়েছেন। করোনায় মৃতরা হলেন মঠবাড়িয়া উপজেলার তুষখালী এলাকার শান্তি লতা (৭৫), কাউখালী উপজেলার গৌরাঙ্গ মিস্ত্রি (৭০), ভান্ডারিয়া উপজেলার তেলিখালী এলাকার আনসার হালদার (৭৫), নেছারাবাদ উপজেলার সুবোধ মিস্ত্রী (৭০)।
এদিকে, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, জেলার ৭ উপজেলাতে চলছে কঠোর লকডাউন। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও আনসার মাঠে রয়েছে চলমান লকডাউন সফল করতে।
জেলায় মঙ্গলবার (২৭ জুলাই) সকাল থেকে দোকান-পাট বন্ধ রয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলাতে ১৫ হাজার ৪৩০ টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৫৫৪ জন পজিটিভ হয়েছেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬৮ জন মারা গেছেন এবং ১ হাজার ৬৮৪ জন সুস্থ হয়েছেন।
জেলায় মোট আক্রান্ত ৪ হাজার ১৪১ জন রোগী। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ১৩৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। যার মধ্যে সদরে ৫৫ জন, নাজিরপুরে ২৬ জন, ভান্ডারিয়ায় ১৬ জন, নেছারাবাদে ২ জন, কাউখালী ১৭ জন, মঠবাড়িয়ায় ১৯ জন রয়েছেন।
জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করছে জেলা প্রশাসন। জেলার প্রত্যেক উপজেলায় একটি ও পিরোজপুর শহরে দুইটি ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য মোবাইল কোর্ট টিম কাজ করে যাচ্ছে। RAB, পুলিশ, বিজিবি, আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। কঠোর লকডাউনেও যারা আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
গত ২৪ ঘন্টায় সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে চলাচল করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৯টি মামলায় ২৭ হাজার ৩০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা চলমান রয়েছে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।।
পিরোজপুর/ইবিটাইমস/আরএন