ঢাকা: প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীরকে শনিবার দুপুর ২টার পর খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে দাফন করা হয়েছে। তার আগে বাদ জোহর খিলগাঁও মাটির মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয় একুশে পদকপ্রাপ্ত এই শিল্পীর।
এর আগে শনিবার সকাল ১১টায় খিলগাঁও পল্লীমা সংসদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় তাঁর। সেখানে গার্ড অব অনার প্রদান করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে।
এর পর দুপুর ১২টায় ফকির আলমগীরের মরাদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ঝুম বৃষ্টি উপেক্ষা করে শেষ শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে সেখানে হাজির হন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। শহীদ মিনারে এক ঘণ্টা রাখার পর খিলগাঁও মাটির মসজিদ প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
করোনাভাইরাসে আক্রান্ত প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর (৭১) গতকাল শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ