ঢাকা: কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ৩০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছেছে।
সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্যাকসিনের চালানটি এসে পৌঁছায়। বিমানবন্দরে চালানটি গ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সেসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ঢাকায় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জোঅ্যান ওয়াগনার ও স্বাস্থ্যসচিব লোকমান মিয়াসহ আরও অনেকে।
এসময় পররাষ্ট্র মন্ত্রী বরেন, ভ্যাকসিন নিয়ে কোন সমস্যা হবে না। দেশের ৮০ ভাগ লোক টিকার আওতায় আসবে। ঈদের সময় সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বানও জানান তিনি।
এর আগে কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছিল। এ নিয়ে এখন পর্যন্ত পেল মোট ৫৫ লাখ ডোজ মডার্নার ভ্যাকসিন।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ