ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: মুজিবর্ষ উপলক্ষে বাংলাদেশ তথ্য মন্ত্রনালয় কর্তৃক আয়োজিত ‘আমার বঙ্গবন্ধু’ বক্তৃতা প্রতযোগীতায় প্রথম স্থান অধিকার করে দেশ সেরা হিসাবে পুরস্কার পেলেন জেলার নাজিরপুরের চন্দ্রিকা মন্ডল।
বুধবার (১৪ জুলাই) বিকালে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন তাকে পুরস্কার হিসাবে আনুষ্ঠানিকভাবে এক লাখ টাকার একটি চেক প্রদান করেন।
জানা গেছে, গত গত ৫ জুলাই ওই প্রতিযোগীতার ফলাফল ঘোষনা করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক। চন্দ্রিকা মন্ডল ওই প্রতিযোগীতায় প্রথম স্থান হিসাবে নির্বাচিত হয়েছেন। চন্দ্রিকা মন্ডল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিউজিক প্রথম বর্ষের ছাত্রী ও জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের সামন্তগাতি গ্রামের এ্যাড. সুজিত মন্ডলের কন্যা।
তারা পরিবার নিয়ে পিরোজপুরের পৌরসভার শিকারপুর এলাকায় থাকেন।
জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান ‘আমার বঙ্গবন্ধু’ বক্তৃতা প্রতিযোগীতায় পিরোজপুরের কন্যা চন্দ্রিকা মন্ডলের প্রথম স্থান অধিকার শুধু তারই গর্ব নয়। এ গর্ব আমাদের পিরোজপুরের সকলের।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস