পিরোজপুরে লকডাউন অমান্য করায় ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর : পিরোজপুরে লাকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার (১১জুলাই) জেলার নেছারাবাদ ও মঠবাড়িয়ায় এ অর্থদন্ড করা হয়।

জানা গেছে, ওই দিন জেলার মঠবাড়িয়ায় লকডাউন অমান্য করে দোকান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় মঠবাড়িয়া পৌর শহরের ৬ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৩ হাজার ৮০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু।

এসময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস প্রিন্স, থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল প্রমুখ । এ ছাড়া একই দিন জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) ৪ জনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার মিয়ারহাট বাজারে অভিযান চালিয়ে ওই বাজারের দুই জুতার ব্যবসায়ীকে, এক কসমেটিকস ব্যবসায়ী, এক ইলেকট্রনিক্স ও এক মটর ড্রাইভার এ ৪ জনকে ৪ হাজার টাকা ঝরিমান করছেন ভ্রাম্যমান আদালত।

করোনার ১১তম দিনে জেলা সদর সহ জেলার বিভিন্ন উপজেলায় লকডাউন কার্যকর করতে নির্বাহী ম্যজিস্টেট এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী হাট-বাজারগুলো পরিদর্শন করেছেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস /এম আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »