ঝালকাঠিতে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ শুরু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির জেলার কাঠালিয়া উপজেলার ৬টি ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান শপথ নিয়েছে।

রবিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের মিলনায়তনে জেলা প্রশাসক মোঃ জোহর আলী এদের শপথ বাক্যপাঠ করান এবং শপথ গ্রহণ শেষে নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা প্রদান করেণ জেলা প্রশাসক।

এ সময় জেলা প্রশাসকের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, এলজিই শাখার কর্মকর্তা সহকারী কমিশনার মোঃ তাজবির হোসেন, কাঠালিয়া উপজেলার চেয়ারম্যান এমাদুল হক মনির ও ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্চন দত্ত এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কাঠালিয়া সদর সদর ইউনিয়নে মাহমুদ হক নাহিদ, চেচরি রামপুর ইউনিয়নে হারুন অর রশিদ, পাটিখালঘাটা ইউনিয়নের শিশির দাস, আওড়াবুনিয়া ইউনিয়নের মোঃ মিঠুন শিকদার, আমুয়া ইউনিয়নে আমিরুল ইসলাম ফোরকান ও শৌলজালিয়া ইউনিয়নের মাহমুদ হাসান রিপন এই নব নির্বাচিত ৬জন শপথ গ্রাহণ করেছে। আগামী কাল ঝালকাঠির নলছিটি উপজেলার ১০টি ইউনিয়ন ও রাজাপুর উপজেলার ৬টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করবেন।

অন্যদিকে ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় রবিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৬ জন। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের সুনিল বৈদ্য(৬০), কাঠালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু বরণ করেন। এনিয়ে ঝালকাঠি জেলায় এপর্যন্ত ২৭১০জন আক্রান্ত ও ৪৬ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ ৮৭৪১ জনের নমুনা পরীক্ষা করেছে এদের মধ্যে ৫৭৯৭জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। ১৪৭৩জন সুস্থ্য হয়েছে। বর্তমানে ১১০৮ জন হোম ও ৫০জন হাসপাতাল আইসোলিয়েশনে রয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য জানান ।

বাধন রায় /ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »