চরফ্যাসনে ২৫ পরিবার কে লকডাউন ঘোষনা, ১০জনের করোনা শনাক্ত

চরফ্যাসন(ভোলা): চরফ্যাসনের ১০ জনের করোনা শনাক্ত এবং ২৫ পরিবার কে লক ডাউন ঘোষনা করেছেন সহকারী কমিশনার ( ভূমি) রিপন বিশ্বাস।

উপজেলার পৌর শহরের চারতলা একটি ভবন,জাহানপুর,চরমানিকা,হাজারীগঞ্জ, জিন্নাগড় ও আমিনাবাদ ইউনিয়নে ১০ জনের করোনা পজেটিভ হওয়ায় ১০ ব্যক্তির বাড়ীর ২৫ পরিবারকে লকডাউন করা হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিট্রেট রিপন বিশ্বাস লাল পতাকা উড়িয়ে ১০টি বাড়ির ২৫টি পরিবারকে লকডাউন ঘোষণা করেন।

জানা যায়, পৌরসভার ১নং ওয়ার্ডে একটি ৪তলা ভবনের বসবাসরত এক ব্যক্তির এবং উপজেলার জাহানপুর, চরমানিকা,হাজারীগঞ্জ, জিন্নাগড় ও আমিনাবাদে ইউনিয়নে ১০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। আইসিইডিডিআরের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে করোনা সংক্রমনে রোধে ওই ১০টি বাড়ির ২৫ পরিবারকে লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব পরিবারের সদস্যদের হোমকোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন বসাক জানান, করোনা উপসর্গ নিয়ে ১০ ব্যক্তি চরফ্যাসন সদর হাসপাতালে এলে তাদের নমুনা সংগ্রহ করা হয়। ওই ১০ ব্যক্তির রির্পোটে করোনা পজেটিভ আসে।

চরফ্যাসন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিপন বিশ্বাস জানান, আইসিইডিডিআরের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১০ জনের করোনা শনাক্ত হওয়ায় চরফ্যাসন পৌরসভার একটি ৪ তলা ভবনসহ ৫টি ইউনিয়নের ২৫টি বাড়ি লকডাউন করা হয়েছে।

জামাল মোল্লা/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »