
চরফ্যাসনে ২৫ পরিবার কে লকডাউন ঘোষনা, ১০জনের করোনা শনাক্ত
চরফ্যাসন(ভোলা): চরফ্যাসনের ১০ জনের করোনা শনাক্ত এবং ২৫ পরিবার কে লক ডাউন ঘোষনা করেছেন সহকারী কমিশনার ( ভূমি) রিপন বিশ্বাস। উপজেলার পৌর শহরের চারতলা একটি ভবন,জাহানপুর,চরমানিকা,হাজারীগঞ্জ, জিন্নাগড় ও আমিনাবাদ ইউনিয়নে ১০ জনের করোনা পজেটিভ হওয়ায় ১০ ব্যক্তির বাড়ীর ২৫ পরিবারকে লকডাউন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিট্রেট রিপন বিশ্বাস লাল…