ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর হাসপাতালে করোনা ভাইরাস সনাক্তের জন্য ব্যক্তিগত পর্যায়ে র্যাপিড এন্টিজেন টেষ্ট করাচ্ছে সাধারণ মানুষ। তারা ১০০টাকা সরকারি ফি দিয়ে এই টেষ্ট করিয়ে নিচ্ছে। এন্টিজেন টেষ্ট করা ব্যক্তিদের মধ্যে প্রায় ৮০ভাগ করোনা ভাইরাসে পজেটিভ সনাক্ত হচ্ছে।
র্যাপিড এন্টিজেন টেষ্টের ল্যাব সহকারী আব্দুস সত্তার জানান, গত এক সপ্তাহ ধরে প্রতিদিন বিভিন্ন বয়সের প্রায় ১শ ব্যক্তি টেস্ট করাচ্ছেন। এরা সাধারণ ও মধ্যবৃত্ত পরিবার ভুক্ত।
এদিকে ঝালকাঠিতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সনাক্ত হয় ১০১ জন। ঝালকাঠি জেলায় এপর্যন্ত স্বাস্থ্য বিভাগ ৭৯৪০ জনের নমুন পরীক্ষা করেছে। এর মধ্যে ২০৬০ পজেটিভ ও ৪৯২০ নেগেটিভ রিপোর্ট এসেছে। ১৩৮০জন সুস্থ্য হয়েছে ও ৩৯জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৬১৩জন হোম ও ২৮জন হাসপাতাল আইসোলিশনে রেয়েছে বলে জানান সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী।
বাধন রায়/ ইবিটাইমস