ঢাকা: করোনা সংক্রমণ প্রতিরোধে দেশে চলমান কঠোর বিধি-নিষেধের পঞ্চম দিন খুলে দেওয়া হয়েছে ব্যাংক। ফলে অন্যান্য দিনের তুলনায় রাজধানীতে মানুষের চলাচল ছিল বেশি। রাজধানীর রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারীর মধ্যেই যানবাহন চলাচলও বেড়েছে।
কঠোর নিষেধাজ্ঞার পঞ্চমদিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় ৪১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি। আর ২৪৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে ৯৮ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ট্রাফিক বিভাগের অভিযানে ৫২৬টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়ে ১২ লাখ ২৩ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়।
এদিকে, সোমবার দুপুরে চলমান কঠোর বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞান জারি করে মন্ত্রিপরিষদ বিবাগ। এতে বলা হয়, নতুন নির্দেশনা অনুযায়ী চলমান বিধি নিষেধ আগামী ১৪ জুলাই পর্যন্ত বহাল থাকবে।
ঢাকা/ইবিটাইম/এমএইচ