অস্ট্রিয়ায় আগামীকাল মঙ্গলবার থেকে পুনরায় কয়েকদিন ব্যাপী তাপদাহ

বৃহস্পতিবার অস্ট্রিয়ার কোথাও কোথাও তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার আবহাওয়া অফিস জানিয়েছেন আগামীকাল থেকে অস্ট্রিয়ার তাপমাত্রা পুনরায় উত্তপ্ত হচ্ছে। আগামীকাল রাজধানী ভিয়েনা সহ সমগ্র অস্ট্রিয়ার তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করলেও সপ্তাহের শেষে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছেন অস্ট্রিয়ার সিভিয়ার ওয়েদার সেন্টার।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার থেকে অস্ট্রিয়ার পূর্ব ও দক্ষিমাঞ্চলে এই তাপদাহ তাপমাত্রা শুরু হবে। আগামীকাল রাজধানী ভিয়েনার তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে বলে আবহাওয়ার পূর্বাভাস জানানো হয়েছে।

তবে বৃহস্পতিবার আরও একধাপ এগিয়ে রাজধানী ভিয়েনা সহ অস্ট্রিয়ার সমগ্র পূর্বাঞ্চলের তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে অস্ট্রিয়ার সিভিয়ার ওয়েদার সেন্টার সতর্ক করেছেন। এই প্রচন্ড তাপদাহের মধ্যেই শুক্রবার আসছে শিলাবৃষ্টি সহ তীব্র ঝড়ো বর্ষণ।

অস্ট্রিয়ার আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র ম্যানফ্রেড স্প্যাটজিয়ারার বলেন,আগামীকাল থেকে প্রায় তিনদিন অস্ট্রিয়ার পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলে পুনরায় মরুভূমির তাপমাত্রা ফিরে আসছে। তিনি আরও জানান, আগামীকাল মঙ্গলবার অস্ট্রিয়ার সমগ্র ফেডারেল রাজ্যেই তাপমাত্রা ৩০ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এই তাপমাত্রা অস্ট্রিয়ার আল্পস পর্বতমালার উত্তর দিকের সালজক্যামারগুট থেকে লোয়ার অস্ট্রিয়ার টুলনারফিল্ড পর্যন্ত বিরাজমান থাকবে। সন্ধ্যার দিকে অস্ট্রিয়ার পশ্চিমের রাজ্য ভোরারলবার্গ এবং উত্তর টিরোলে বৃষ্টিপাত সহ শক্তিশালী বজ্রপাতের সম্ভবনা আছে বলে আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে বুধবার অস্ট্রিয়ার পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের জন্য তাপমাত্রা কিছুটা কমলেও দক্ষিণ-পূর্ব অস্ট্রিয়ার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে। আর পশ্চিম অস্ট্রিয়ার তাপমাত্রা থাকবে ২০ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

বুধবার আবহাওয়া এবং তাপমাত্রার দিক দিয়ে বিভক্ত।  পূর্বদিকে এটি ৩৬ ডিগ্রি পর্যন্ত গরম থাকলেও পশ্চিমে এটি বেশ শীতল – সেখানে ২০ থেকে ২৭ ডিগ্রির মধ্যে প্রত্যাশিত এবং বৃষ্টি এবং বজ্রপাত সবসময় সম্ভব হয়।

অস্ট্রিয়ার আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব অস্ট্রিয়ার কোথাও কোথাও এই বৎসরের সর্বোচ্চ রেকর্ড তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে উঠবে। ইতিপূর্বে ১৯৫৭ সালের গ্রীষ্মে রাজধানী ভিয়েনার হোহে ওয়ার্টে (Höhe Warte) জুলাই মাসের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তাছাড়াও বুর্গেনল্যান্ডের রাজধানী Eisenstadt এ ২০০৭ সালে জুলাই মাসের একদিনের তাপমাত্রা ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানান, আগামী বৃহস্পতিবার রাতে বা শুক্রবার থেকে এই তাপদাহের উত্তাপ আবার ধীরে ধীরে কমে আসবে। বৃহস্পতিবার বিকেলে ফোরালবার্গ এবং উত্তর টিরোলে বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাতের পর ঠান্ডা বাতাস অস্ট্রিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চলে প্রবাহিত হয়ে তাপমাত্রা পুনরায় সহনীয় অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৮০ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪ জন।

রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৪৫ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ১০ জন, Tirol রাজ্যে ৮ জন, NÖ  রাজ্যে ৬ জন, Burgenland রাজ্যে ৫ জন, Steiermark রাজ্যে ৩ জন, Salzburg রাজ্যেও ৩ জন এবং Vorarlberg ও Kärnten রাজ্যে আজ কেহ করোনায় আক্রান্ত শনাক্ত হন নি।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সারা দেশে করোনার প্রতিষেধক টিকাদান করা হয়েছে ৩৯ ২৬১ ডোজ এবং অস্ট্রিয়াতে এই পর্যন্ত মোট টিকাদান করা হয়েছে ৮০,৯১,৩০০ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৫০,৮১৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৭১৩ জন।করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৬,৩৮,৩৭৮ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১,৭২৬ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৪৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২৫ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ /ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »