পটুয়াখালী প্রতিনিধিঃ সারা দেশের মত পটুয়াখালীতে চলছে কঠোর লকডাউন এর পাশপাশি গত কয়েকদিনের ভাড়ি বর্ষনের ফলে বিপাকে পরেছেন নিম্ম আয়ের খেটে খাওয়া মানুষ গুলো।
রবিবার সকাল থেকে বৃষ্টি বাড়ায় রিকশা এবং অটো রিকশা চালকরা সব থেকে বেশি বিপাকে পরেন। এদিন সড়কে মানুষের চাপ কম থাকায় এবং বৃষ্টির কারনে অনেকেই অলস সময় পার করতে দেখা গেছে।
রবিবার দুপুরে বাড়ি বর্ষণের সময় পটুয়াখালী পৌরসভা চত্বরে বটতলায় দেখা যায় এক রিকশা চালক তার রিকশার পর্দা(পলিথিন সিট) দিয়ে নিজেকে ঢেকে সেখানেই বিশ্রাম নিচ্ছেন। কথা বললে জানাযায় তার নাম সোবাহন জোমাদ্দার,গত পাঁচ বছর যাবত এই শহরে ব্যাটারি চালিত রিকশা চালাচ্ছেন। তবে গত কয়েকদিন আয় ইনকাম একেবারেই নেই বললেই চলে। বৃষ্টি না থাকলে দুই একজন যাত্রী পেলেও বৃষ্টির সময় একেবারেই অলস সময় পার করতে হয়।
এছাড়া সকাল দিকে শহরের বাজার গুলোতে কিছু কিছু মানুষ বের হলে সারা দিনে মানুষের চাপ অনেকটা কম ফলে তেমন কোন যাত্রী পাওয়া যাচ্ছে না। রবিবার দুপুর ২ টা পর্যন্ত মাত্র ৫০ টাকা আয় করেছেন বলেও জানান রিকশা চালক সোবাহান জোমাদ্দার।
এদিকে বিগত লকডাউনে সময় সরকারের পক্ষ থেকে এবং বিত্তবানরাও বিভিন্ন সাহায্য সহযোগীতা করলেও এবার তেমন চিত্র দেখা যায়নি।
আব্দুস সালাম আরিফ/ইবিটাইমস