ঢাকা: পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, বন্যাসহ যেকোন দুর্যোগ মোকাবেলায় তৎপর রয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি নিজে সারাদেশে সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটরিং এবং অনলাইনে নির্দেশনা দিয়ে যাচ্ছেন।
রোববার (৪জুলাই) সচিবালয়ে এক জরুরি বৈঠক শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, স্কুল-কলেজ, হাট-বাজারসহ নদীভাঙ্গন রোধে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত হলেই ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়ের প্রকৌশলীরা।
প্রতিমন্ত্রী আরও বলেন, অনিয়ম রোধে জরুরি বাঁধ মেরামত কাজ জেলা প্রশাসককে অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের মাধ্যমে করতে হবে। করোনার মাঝেও আমাদের সকল প্রকৌশলী দুর্যোগ মোকাবেলায় দিনরাত কাজ করে যাচ্ছেন।
এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) রোকন উদ-দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/আরএন