অস্ট্রিয়ার Tirol রাজ্যে নিবন্ধন ছাড়াই করোনার টিকাদানে শত শত মানুষের ভিড়

অস্ট্রিয়ায় করোনায় পর পর দুইদিন কোন মৃত্যু নেই

ইউরোপ ডেস্কঃ আজ অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় তাদের নিয়মিত করোনার আপডেটে জানিয়েছেন গত শরতের পর এই প্রথম অস্ট্রিয়ায় পর পর দুইদিন কেহ মারা যান নি। তাছাড়াও করোনার সংক্রমণ এখন নিয়ন্ত্রণের মধ্যেই আছে। অস্ট্রিয়ার হাসপাতাল ও আইসিইউ বেডও অনেক খালি হয়েছে। কাজেই এক কথায় বলা যায় অস্ট্রিয়ার করোনা পরিস্থিতি খুবই ভালোর দিকে।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা জানিয়েছেন অস্ট্রিয়ার Tirol রাজ্য প্রশাসন কোন প্রকার পূর্ব নিবন্ধন বা রেজিস্ট্রেশন ব্যতীত করোনার টিকাদানের ঘোষণার পর আজ টিকাদান কেন্দ্রে শত শত মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। রাজ্যের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন আজ রাজ্যের কুফস্টাইন জেলা, কুন্ডল জেলা এবং রাজধানীহইনসব্রুকের টিকাদান কেন্দ্রগুলিতে মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে।

অস্ট্রিয়ার মধ্যে Tirol রাজ্যই প্রথম রাজ্য, যে করোনার কোন নিবন্ধন ছাড়াই করোনার টিকাদান কার্যক্রম প্রচলন করল। Tirol রাজ্য প্রশাসন জানিয়েছেন নিবন্ধন ব্যতীত একদিন করোনার প্রতিষেধক টিকাদান কার্যক্রম আগামী সপ্তাহেও রবিবার অনুষ্ঠিত হবে।

সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে আজ Tirol রাজ্যে প্রায় ২,৫০০ মানুষ নিবন্ধন ছাড়াই করোনার টিকা বা ভ্যাকসিন গ্রহণ করেছেন। ইতিপূর্বে ভিয়েনাতেও গত সপ্তাহে একদিন কোন নিবন্ধন ছাড়াই করোনার টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ এই রাজ্যে ৫৭.৫ % বায়োএনটেক / ফাইজার, ৩৬.৩% জনসন এন্ড জনসন এবং ৫.৬% অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে।

Tirol রাজ্যের স্বাস্থ্য কাউন্সিলর অ্যানেট লেজা (ÖVP) বলেন, মানুষের উৎসাহ দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহেও এই রকম আরেক কর্মসূচির পরিকল্পনা করেছি। রাজ্যের গভর্নর গুন্থার প্ল্যাটার (ÖVP) করোনার নিবন্ধন ব্যতীত টিকাদান কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি আজ এক স্থানীয় সম্প্রচার কেন্দ্রে এক সাক্ষাৎকারে বলেন, জনগণ অত্যন্ত আগ্রহ সহকারে এই টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করায় আমরা এই কার্যক্রম আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

আজ অস্ট্রিয়ায় করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭৫ জন এবং আজও কেহ করোনায় মৃত্যুবরণ করেন নি।রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩৭ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ১৬ জন, Burgenland রাজ্যে ৯ জন, OÖ রাজ্যে ৪ জন, Vorarlberg রাজ্যে ৪ জন, Steiermark রাজ্যে ৩ জন, Tirol রাজ্যে ২ জন, Salzburg রাজ্যে ১ জন এবং Kärnten রাজ্যে -১ (ডাটা ক্লিনিংয়ের জন্য মাইনাস)।

আজ অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সারা দেশে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৬৩,৯৬২ ডোজ এবং এই পর্যন্ত মোট ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৮০,৪৫,৫৭১ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার সম্পূর্ণ করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন ৩৩,২২,৮৪১ জন যা দেশের মোট জনসংখ্যার ৩৭,৩%।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৫০,৭৩৭ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১০, জন। করোনা থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩৮,৩১৯ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১,৭০৯ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৪৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩২ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির /আহমেদ ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »