সপ্তাহে তিনদিন দেশে ফিরতে পারবেন ভারতে আটকে পড়া বাংলাদেশীরা

ঢাকা: ভারতে আটকে থাকা বাংলাদেশী যাত্রীরা এখন থেকে সপ্তাহে তিনদিন বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে পারবেন। শনিবার (৩ জুলাই) এ সংক্রান্ত নির্দেশনা দেয়  স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

এ নির্দেশনার ফলে এখন থেকে কোনো যাত্রী চাইলেই বাংলাদেশে ফিরতে পারবেননা। শুধুমাত্র সপ্তাহের রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এ তিনদিন ভারত থেকে যাত্রীরা দেশে ফিরতে পারবেন।

আদেশে বলা হয়েছে, এখন থেকে সপ্তাহে তিনদিন ভারত থেকে ভারতীয় হোক আর বাংলাদেশি যাত্রী হোক সপ্তাহে রোববার মঙ্গলবার ও বৃহস্পতিবার এ তিনদিন বাংলাদেশে ফিরতে পারবেন। ফেরত আসা যাত্রীদের অবশ্যই কোভিড-১৯ সনদ ও ভারতীয় হাইকমিশনারের এনওসি সঙ্গে আনতে হবে।

এ আদেশ কার্যকর হওয়ায় শনিবার কোনো যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। তবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার থেকে এনওসি নিয়ে ১১ জন বাংলাদেশি ও দুজন ভারতীয় ভারতে গেছেন।

ঢাকা/ইবিটাইমস/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »