ভিয়েনা ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউরোপের অন্য কোনও দেশে রাশিয়ার হামলার ইচ্ছা নেই নিশ্চয়তা পুতিনের রোমানিয়া-বুলগেরিয়ার যৌথ অভিযানে ৮ মানবপাচারকারী গ্রেপ্তার মাধবপুরে ইঞ্জিন বিকল, ৩ ঘন্টা পর কালনী এক্সপ্রেস ট্রেন পুনরায় যাত্রা বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় সেতুসহ পাঁচ দাবিতে শাহবাগে ভোলাবাসীর অবস্থান পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০,৬৬০ প্রবাসীর নিবন্ধন বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে লালমোহনে বিক্ষোভ লালমোহনে এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে পর্তুগালের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জয়লাভ খাল–বিলহীন খিলগাতীতে সাড়ে ৯ কোটি টাকার ব্রিজ নির্মাণ, প্রশ্ন স্থানীয়দের

নিষেধাজ্ঞা অমান্য করে পশুর হাট, বন্ধ করলো প্রশাসন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • ২৫ সময় দেখুন

পটুয়াখালী প্রতিনিধিঃ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পশুর হাট বাসানো হয়েছে। কোন ধরনের সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি না মেনেই শুক্রবার (২ জুলাই) সকালে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুবাগীতে এই হাট বসানো হয়। তবে দুপুরের পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিষ কুমার পশুর হাটটি বন্ধ করে দেন।

স্থানীয়রা জানায়, প্রতি শুক্রবার সকাল ১০ টা থেকে পশুর হাট শুরু হয়ে বিরামহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত চলে। গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী পশুর হাটে সরকার নির্ধারিত ফি থেকে ইজারাদার শাহ্ মেহেদী ফাহাদ (গোলাপ) অতিরিক্ত হাসিল আদায় করেন। সরকারী নির্দেশনা না মেনে প্রতি শুক্রবারই তিনি হাট বসিয়ে গরু, ছাগল ও মহিশ বিক্রি শুরু করেন।

হাটে আসা ক্রেতা বিক্রেতারা জানান, গরু, ছাগল বিক্রি হলেও কাউকেই কোন রশিদ দেয়া হয়নি। ইকবাল ফরাজী নামে এক ক্রেতা বলেন, ‘আমি ৬০ হাজার টাকা দিয়ে গরু কিনেছি। আমার কাছ থেকে ইজারাদার ৬০০ টাকা হাসিল রেখেছে। এছাড়া বিক্রেতার কাছ থেকে ২০০ টাকা রেখেছে। তবে কোন রশিদ দেয়নি।’

নলুয়াবাগী পশুর হাটে পক্ষিয়া থেকে গরু বিক্রি করতে আসা রমিজ মিয়া জানান, প্রতি শুক্রবার এই হাট সকাল ১০ টায় শুরু হয়ে রাত ৯ টা পর্যন্ত চলে। হাটে গরু বিক্রি করলে প্রতি গরুতে ইজারাদারকে ২০০ টাকা দেওয়া লাগে। আর গরু কিনলে ৬০০ টাকা দেওয়া লাগে। আজ পর্যন্ত ইজারাদার কোন রশিদ দেয় নি।

স্থানীয় মহিষ বিক্রতা মো. মোশাররফ প্যাদা বলেন, আজ সকাল থেকে হাট শুরু হলেও বিকেল সাড়ে ৩ টায় প্রশাসন বন্ধ করে দেয়। হাটে প্রতিটি মহিষের জন্য ক্রেতার কাছ থেকে ৮০০ আর বিক্রেতার কাছ থেকে ৪০০ টাকা হাসিল আদায় করে ইজারাদার। তবে কোন রশিদ দেওয়া হয় না।

এ ব্যাপারে পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, খবর পেয়ে পশুর হাটে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গিয়েছেন। ওই পশুর হাট বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আব্দুস সালাম আরিফ/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

ইউরোপের অন্য কোনও দেশে রাশিয়ার হামলার ইচ্ছা নেই নিশ্চয়তা পুতিনের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিষেধাজ্ঞা অমান্য করে পশুর হাট, বন্ধ করলো প্রশাসন

আপডেটের সময় ০২:৫৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১

পটুয়াখালী প্রতিনিধিঃ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পশুর হাট বাসানো হয়েছে। কোন ধরনের সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি না মেনেই শুক্রবার (২ জুলাই) সকালে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুবাগীতে এই হাট বসানো হয়। তবে দুপুরের পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিষ কুমার পশুর হাটটি বন্ধ করে দেন।

স্থানীয়রা জানায়, প্রতি শুক্রবার সকাল ১০ টা থেকে পশুর হাট শুরু হয়ে বিরামহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত চলে। গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী পশুর হাটে সরকার নির্ধারিত ফি থেকে ইজারাদার শাহ্ মেহেদী ফাহাদ (গোলাপ) অতিরিক্ত হাসিল আদায় করেন। সরকারী নির্দেশনা না মেনে প্রতি শুক্রবারই তিনি হাট বসিয়ে গরু, ছাগল ও মহিশ বিক্রি শুরু করেন।

হাটে আসা ক্রেতা বিক্রেতারা জানান, গরু, ছাগল বিক্রি হলেও কাউকেই কোন রশিদ দেয়া হয়নি। ইকবাল ফরাজী নামে এক ক্রেতা বলেন, ‘আমি ৬০ হাজার টাকা দিয়ে গরু কিনেছি। আমার কাছ থেকে ইজারাদার ৬০০ টাকা হাসিল রেখেছে। এছাড়া বিক্রেতার কাছ থেকে ২০০ টাকা রেখেছে। তবে কোন রশিদ দেয়নি।’

নলুয়াবাগী পশুর হাটে পক্ষিয়া থেকে গরু বিক্রি করতে আসা রমিজ মিয়া জানান, প্রতি শুক্রবার এই হাট সকাল ১০ টায় শুরু হয়ে রাত ৯ টা পর্যন্ত চলে। হাটে গরু বিক্রি করলে প্রতি গরুতে ইজারাদারকে ২০০ টাকা দেওয়া লাগে। আর গরু কিনলে ৬০০ টাকা দেওয়া লাগে। আজ পর্যন্ত ইজারাদার কোন রশিদ দেয় নি।

স্থানীয় মহিষ বিক্রতা মো. মোশাররফ প্যাদা বলেন, আজ সকাল থেকে হাট শুরু হলেও বিকেল সাড়ে ৩ টায় প্রশাসন বন্ধ করে দেয়। হাটে প্রতিটি মহিষের জন্য ক্রেতার কাছ থেকে ৮০০ আর বিক্রেতার কাছ থেকে ৪০০ টাকা হাসিল আদায় করে ইজারাদার। তবে কোন রশিদ দেওয়া হয় না।

এ ব্যাপারে পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, খবর পেয়ে পশুর হাটে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গিয়েছেন। ওই পশুর হাট বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আব্দুস সালাম আরিফ/ইবিটাইমস/আরএন