ভিয়েনা ০১:২০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে জ্বালানি খাতে আরও বিনিয়োগে আগ্রহী কাতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
  • ৩৮ সময় দেখুন

মোহাম্মদ নাসরুল্লাহ: কাতার জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী। দেশটি এলএনজিসহ জ্বালানির বিভিন্ন উপখাতে বাংলাদেশের সঙ্গে আরও কাজ করতে চায় দেশটি।

বুধবার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাসভবনে কাতারের বিদায়ী রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ নাসের আল  দেহিমি সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বিভিন্ন আলোচনায় রাষ্ট্রদূত এই আগ্রহের কথা জানান।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সাফল্যের সঙ্গে বাংলাদেশে দায়িত্ব পালন করায় প্রতিমন্ত্রী বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বাংলাদেশ ও কাতারের দ্বিপক্ষীয় সম্পর্ক, অগ্রগতি ও সুসংহতকরণে যে প্রচেষ্টা আপনি চালিয়েছিলেন, তা অবশ্যই প্রশংসাযোগ্য। জ্বালানি খাতে একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে।’ এ সময় তিনি বিদ্যুৎ ও জ্বালানিসহ ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন উপখাতে কাতারের বিনিয়োগ বাড়ানোর জন্য বিদায়ী রাষ্ট্রদূতকে অবদান রাখার অনুরোধ করেন।

বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে ধন্যবাদ জানান বিদায়ী রাষ্ট্রদূত। তারা বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে পরিবর্তিত ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে জ্বালানি খাতে আরও বিনিয়োগে আগ্রহী কাতার

আপডেটের সময় ০৫:২৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১

মোহাম্মদ নাসরুল্লাহ: কাতার জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী। দেশটি এলএনজিসহ জ্বালানির বিভিন্ন উপখাতে বাংলাদেশের সঙ্গে আরও কাজ করতে চায় দেশটি।

বুধবার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাসভবনে কাতারের বিদায়ী রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ নাসের আল  দেহিমি সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বিভিন্ন আলোচনায় রাষ্ট্রদূত এই আগ্রহের কথা জানান।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সাফল্যের সঙ্গে বাংলাদেশে দায়িত্ব পালন করায় প্রতিমন্ত্রী বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বাংলাদেশ ও কাতারের দ্বিপক্ষীয় সম্পর্ক, অগ্রগতি ও সুসংহতকরণে যে প্রচেষ্টা আপনি চালিয়েছিলেন, তা অবশ্যই প্রশংসাযোগ্য। জ্বালানি খাতে একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে।’ এ সময় তিনি বিদ্যুৎ ও জ্বালানিসহ ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন উপখাতে কাতারের বিনিয়োগ বাড়ানোর জন্য বিদায়ী রাষ্ট্রদূতকে অবদান রাখার অনুরোধ করেন।

বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে ধন্যবাদ জানান বিদায়ী রাষ্ট্রদূত। তারা বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে পরিবর্তিত ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।

ঢাকা/ইবিটাইমস/আরএন