ইউরো কাপ ফুটবল ২০২০

আজ লন্ডনে ইউরো কাপে ইংল্যান্ডের মুখোমুখি জার্মানি

স্পোর্টস ডেস্কঃ আজ ইউরো কাপের শেষ ১৬ অর্থাৎ প্রি-কোয়ার্টার ফাইনাল খেলায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের সাথে খেলবে জার্মানি। মধ্য ইউরোপীয় সময় ৬ টায় শুরু হবে এই নকআউট রাউন্ডের খেলাটি।

নির্ধারিত সময় অমীমাংসিতভাবে শেষ হলে অতিরিক্ত ৩০ মিনিট আরও বাড়িয়ে দেয়া হবে। তারপরও যদি খেলা অমীমাংসিত থাকে তখন ট্রাইব্রেকারে বা পেনাল্টি কিকের মাধ্যমে খেলার জয়-পরাজয় নিশ্চিত করা হবে।

আজকের অপর খেলায় রাত ৯ টায় স্কটল্যান্ডের গ্লাসগোতে সুইডেন খেলবে ইউক্রেনের সাথে।

 

Tuesday 29 June

1st: England vs Germany (18:00, London)

2nd: Sweden vs Ukraine (21:00, Glasgow)

কবির আহমেদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »