ভিয়েনা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইউরো থেকে বিদায় নিয়ে দেশে ফিরল অস্ট্রিয়ান ফুটবল দল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
  • ১২ সময় দেখুন

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দল রোববার অপরাহ্নে Tirol রাজ্যের রাজধানী Innsbruck এর আন্তর্জাক বিমানবন্দরে একটি বিশেষ বিমানে অবতরণ করলে তাদেরকে রাস্ট্রীয় সন্মান জানানো হয়।

এই সময় Innsbruck বিমানবন্দরে উপস্থিত ছিলেন অস্ট্রিয়ান সরকারের উপ প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী ভার্নার কোগলার (গ্রিনস),Tirol রাজ্যের গভর্নর,অস্ট্রিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সহ কয়েক শতাধিক সমর্থক। দলের খেলোয়াড়রা যখন বিমান থেকে নেমে আসছিলেন তখন তাদের প্রত্যককে ব্যক্তিগত ভাবে অভ্যর্থনা জানিয়ে উপ প্রধানমন্ত্রী ভার্নার কোগলার বলেন আমরা এবং সমগ্র অস্ট্রিয়া আপনাদের জন্য গর্বিত।

উল্লেখ্য যে,অস্ট্রিয়া এই প্রথম ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপের দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই দলটি ইউরো কাপের সি গ্রুপের প্রথম খেলায় আমস্টারডামে নেদারল্যান্ডসের কাছে ভালো খেলেও ২-০ গোলে পরাজিত হয়।

দ্বিতীয় খেলায় উত্তর মেসিডোনিয়াকে ৩-১ গোলে এবং ইউক্রেনকে ১-০ গোলে পরাজিত করে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে রানার্স আপ বা দ্বিতীয় স্থান লাভ করে। তারপর পরবর্তী রাউন্ডে গতকাল তারা মুখোমুখি হয় ৪ বারের বিশ্ব ফুটবলের চ্যাম্পিয়ন শক্তিশালী  ইতালির বিরুদ্ধে।

অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দল গতকাল রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো কাপের  নকআউট রাউন্ডে শক্তিশালী ইতালির সাথে ১২০ মিনিট লড়াই করে শেষ পর্যন্ত ২-১ গোলে পরাজিত হয়। খেলা শেষে ইতালির কোচ মানচিনি এক সাক্ষাৎকারে বলেন,আমার একসময় মনে আশঙ্কা হয়েছিল যে, অস্ট্রিয়ার সাথে হেরে হয়তোবা আমরা  ইউরো কাপ  থেকে ছিটকে পড়তে পারি। তিনি অস্ট্রিয়ান জাতীয় ফুটবল দলক চমৎকার পারফরম্যান্সের জন্য অভিনন্দনও জানান।

কবির আহমেদ /ইবি টাইমস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউরো থেকে বিদায় নিয়ে দেশে ফিরল অস্ট্রিয়ান ফুটবল দল

আপডেটের সময় ০৪:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দল রোববার অপরাহ্নে Tirol রাজ্যের রাজধানী Innsbruck এর আন্তর্জাক বিমানবন্দরে একটি বিশেষ বিমানে অবতরণ করলে তাদেরকে রাস্ট্রীয় সন্মান জানানো হয়।

এই সময় Innsbruck বিমানবন্দরে উপস্থিত ছিলেন অস্ট্রিয়ান সরকারের উপ প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী ভার্নার কোগলার (গ্রিনস),Tirol রাজ্যের গভর্নর,অস্ট্রিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সহ কয়েক শতাধিক সমর্থক। দলের খেলোয়াড়রা যখন বিমান থেকে নেমে আসছিলেন তখন তাদের প্রত্যককে ব্যক্তিগত ভাবে অভ্যর্থনা জানিয়ে উপ প্রধানমন্ত্রী ভার্নার কোগলার বলেন আমরা এবং সমগ্র অস্ট্রিয়া আপনাদের জন্য গর্বিত।

উল্লেখ্য যে,অস্ট্রিয়া এই প্রথম ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপের দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই দলটি ইউরো কাপের সি গ্রুপের প্রথম খেলায় আমস্টারডামে নেদারল্যান্ডসের কাছে ভালো খেলেও ২-০ গোলে পরাজিত হয়।

দ্বিতীয় খেলায় উত্তর মেসিডোনিয়াকে ৩-১ গোলে এবং ইউক্রেনকে ১-০ গোলে পরাজিত করে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে রানার্স আপ বা দ্বিতীয় স্থান লাভ করে। তারপর পরবর্তী রাউন্ডে গতকাল তারা মুখোমুখি হয় ৪ বারের বিশ্ব ফুটবলের চ্যাম্পিয়ন শক্তিশালী  ইতালির বিরুদ্ধে।

অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দল গতকাল রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো কাপের  নকআউট রাউন্ডে শক্তিশালী ইতালির সাথে ১২০ মিনিট লড়াই করে শেষ পর্যন্ত ২-১ গোলে পরাজিত হয়। খেলা শেষে ইতালির কোচ মানচিনি এক সাক্ষাৎকারে বলেন,আমার একসময় মনে আশঙ্কা হয়েছিল যে, অস্ট্রিয়ার সাথে হেরে হয়তোবা আমরা  ইউরো কাপ  থেকে ছিটকে পড়তে পারি। তিনি অস্ট্রিয়ান জাতীয় ফুটবল দলক চমৎকার পারফরম্যান্সের জন্য অভিনন্দনও জানান।

কবির আহমেদ /ইবি টাইমস