ভিয়েনা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইউরো কাপের নকআউট রাউন্ডে ওয়েলসকে ৪-০ গোলে হারিয়েছে ডেনমার্ক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
  • ১৬ সময় দেখুন

ইউরোপ ডেস্কঃ উয়েফা ইউরো-২০২০ এর শেষ ষোলোর ম্যাচে ওয়েলসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ডেনমার্ক।এবারের ইউরো কাপে বেশ নাটকীয়তার পর নাটকীয়তা দেখাচ্ছে ডেনমার্ক। গ্রুপ পর্বের প্রথম দুই খেলায় পরাজয়ের পর শেষ খেলায় রাশিয়াকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করায় গোল এভারেজে নকআউট রাউন্ডে আসতে পারা। আবার নকআউট রাউন্ডে এসে ওয়েলসকে সহজেই ৪-০ গোলে পরাজিত করে এখন কোয়ার্টার ফাইনালে খেলবে। ইউরো কাপের ইতিহাসে ডেনমার্ক প্রথম কোনো দল।যারা পর পর দুই খেলায় চারটি করে গোল করার অনন্য এক রেকর্ড গড়েছে।

শুধু তাই নয়, ইউরোর ইতিহাসে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ হেরেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা প্রথম দল ডেনমার্ক। যারা ১৭ বছর পর শেষ আটে উঠলো। সবশেষ ২০০৪ সালে তারা কোয়ার্টার ফাইনাল খেলেছিল। ঠিক ২৯ বছর আগে আজকের এই দিনে (২৬ জুন) জার্মানিকে হারিয়ে ইউরো-৯২ জিতেছিল ডেনমার্ক। সেই একই দিনে ওয়েলসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখালো তারা।

নেদারল্যান্ডসের আমস্টারডামের জন ক্রুইফ স্টেডিয়ামে গতকাল শনিবার বিকালে এমন জয়ে ডেনমার্কের পক্ষে জোড়া গোল করেছেন কাসপার ডলবার্গ। আরও গোল করেছেন জোয়াকিম মায়েহলে ও মার্টিন ব্রেথওয়েট।

খেলার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ম্যাচে ওয়েলসের বিপক্ষে প্রভাব বিস্তার করে খেলেছে ডেনমার্ক। যেটা পরিস্কার বোঝা যাচ্ছে পরিসংখ্যানে। ম্যাচের ৫১ শতাংশ বলের দখল ছিল ডেনিশদের কাছে। তারা অনটার্গেটে ৮টি শট নিয়েছিল। তার মধ্য থেকে ৪টি গোল হয়। অন্যদিকে ওয়েলস অনটার্গেটে মাত্র ১টি শট নিয়েছিল। ডেনমার্ক কর্নার পেয়েছিল ৯টি। অন্যদিকে ওয়েলস পেয়েছে মাত্র ১টি।

খেলার প্রথমার্ধের ২৭ মিনিটের মাথায় ডলবার্গের গোলে লিড নেয় ডেনিশরা। প্রথমার্ধে ডেনমার্ক ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। বিরতির পর ৪৮ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে ডেনমার্ককে ২-০ গোলে এগিয়ে নেন তিনি। এরপর ৮৮ মিনিটে জোয়াকিম মায়েহেলে ও ৯০+৪ মিনিটে ব্রেথওয়েট দর্শনীয় দুটি গোল করে বড় ব্যবধানের জয়ে কোয়ার্টার ফাইনালে তোলেন দলকে।

ডেনমার্ক কোয়ার্টার ফাইনালে আজ বিকালে অনুষ্ঠিত নেদারল্যান্ডস ও চেক প্রজাতন্ত্রের মধ্যে নকআউট রাউন্ডের বিজয়ীর সাথে খেলবে।

কবির আহমেদ /ইবি টাইমস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউরো কাপের নকআউট রাউন্ডে ওয়েলসকে ৪-০ গোলে হারিয়েছে ডেনমার্ক

আপডেটের সময় ০২:০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১

ইউরোপ ডেস্কঃ উয়েফা ইউরো-২০২০ এর শেষ ষোলোর ম্যাচে ওয়েলসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ডেনমার্ক।এবারের ইউরো কাপে বেশ নাটকীয়তার পর নাটকীয়তা দেখাচ্ছে ডেনমার্ক। গ্রুপ পর্বের প্রথম দুই খেলায় পরাজয়ের পর শেষ খেলায় রাশিয়াকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করায় গোল এভারেজে নকআউট রাউন্ডে আসতে পারা। আবার নকআউট রাউন্ডে এসে ওয়েলসকে সহজেই ৪-০ গোলে পরাজিত করে এখন কোয়ার্টার ফাইনালে খেলবে। ইউরো কাপের ইতিহাসে ডেনমার্ক প্রথম কোনো দল।যারা পর পর দুই খেলায় চারটি করে গোল করার অনন্য এক রেকর্ড গড়েছে।

শুধু তাই নয়, ইউরোর ইতিহাসে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ হেরেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা প্রথম দল ডেনমার্ক। যারা ১৭ বছর পর শেষ আটে উঠলো। সবশেষ ২০০৪ সালে তারা কোয়ার্টার ফাইনাল খেলেছিল। ঠিক ২৯ বছর আগে আজকের এই দিনে (২৬ জুন) জার্মানিকে হারিয়ে ইউরো-৯২ জিতেছিল ডেনমার্ক। সেই একই দিনে ওয়েলসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখালো তারা।

নেদারল্যান্ডসের আমস্টারডামের জন ক্রুইফ স্টেডিয়ামে গতকাল শনিবার বিকালে এমন জয়ে ডেনমার্কের পক্ষে জোড়া গোল করেছেন কাসপার ডলবার্গ। আরও গোল করেছেন জোয়াকিম মায়েহলে ও মার্টিন ব্রেথওয়েট।

খেলার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ম্যাচে ওয়েলসের বিপক্ষে প্রভাব বিস্তার করে খেলেছে ডেনমার্ক। যেটা পরিস্কার বোঝা যাচ্ছে পরিসংখ্যানে। ম্যাচের ৫১ শতাংশ বলের দখল ছিল ডেনিশদের কাছে। তারা অনটার্গেটে ৮টি শট নিয়েছিল। তার মধ্য থেকে ৪টি গোল হয়। অন্যদিকে ওয়েলস অনটার্গেটে মাত্র ১টি শট নিয়েছিল। ডেনমার্ক কর্নার পেয়েছিল ৯টি। অন্যদিকে ওয়েলস পেয়েছে মাত্র ১টি।

খেলার প্রথমার্ধের ২৭ মিনিটের মাথায় ডলবার্গের গোলে লিড নেয় ডেনিশরা। প্রথমার্ধে ডেনমার্ক ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। বিরতির পর ৪৮ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে ডেনমার্ককে ২-০ গোলে এগিয়ে নেন তিনি। এরপর ৮৮ মিনিটে জোয়াকিম মায়েহেলে ও ৯০+৪ মিনিটে ব্রেথওয়েট দর্শনীয় দুটি গোল করে বড় ব্যবধানের জয়ে কোয়ার্টার ফাইনালে তোলেন দলকে।

ডেনমার্ক কোয়ার্টার ফাইনালে আজ বিকালে অনুষ্ঠিত নেদারল্যান্ডস ও চেক প্রজাতন্ত্রের মধ্যে নকআউট রাউন্ডের বিজয়ীর সাথে খেলবে।

কবির আহমেদ /ইবি টাইমস