গ্রুপের শেষ খেলায় স্পেন, স্লোভাকিয়ার বিরুদ্ধে ৫-০ দিয়ে নকআউট রাউন্ডে
স্পোর্টস ডেস্কঃ গতকাল সন্ধ্যায় স্পেনের সেভিলে ইউরো কাপের ‘ই’ গ্রুপের নিজেদের শেষ খেলায় স্পেন স্লোভাকিয়াকে ৫-০ গোলে পরাজিত করেছে। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে স্পেন সুইডেন ও পোল্যান্ডের সঙ্গে ড্র করে মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করেছিল। তাই আজ ছিল ইউরো কাপে তাদের টিকে থাকার অস্তিত্বের লড়াই। ‘ই’ গ্রুপ থেকে পরের রাউন্ডে যেতে হলে নিজেদের শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না, ২০১০ বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন, স্লোভাকিয়ার বিপক্ষে শেষ ম্যাচে বুধবার ২৩ জুন কেবল জয়ই তুলে নেয়নি স্পেনের লুইস এনরিকের শিষ্যরা, রীতিমতো গোল উৎসব করেছে। স্লোভাকিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ ষোলোর টিকিট পেয়েছে তারা।
খেলার ৩০ মিনিটে স্লোভাকিয়ার মার্টিন দুব্রাভকা আত্মঘাতী গোল করে এগিয়ে দেন স্পেনকে ১-০। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করেন আয়মেরিক লাপোর্তে (৪৫+৩),২-০। তারপর পালবো সারাবিয়া (৫৬) ৩-০ ও ফেরান তোরেস (৬৭ মিনিটে) ৪-০। খেলার ৭১ মিনিটে স্লোভাকিয়ার জুরাজ কুচকা আরও একটি আত্মঘাতী গোল করেন ৫-০। এই বিশাল গোলের ব্যবধানে জয়ের ফলে প্রি- কোয়ার্টার ফাইনাল বা নকআউট পর্ব খেলা নিশ্চিত হয় স্পেনের।
এদিকে একই সময়ে এই ‘ই’ গ্রুপে ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে সুইডেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠেছে। শেষ ম্যাচে তারা ৩-২ গোলে হারিয়েছে পোল্যান্ডকে। ৩ ম্যাচ থেকে ৫ পয়েন্ট সংগ্রহ করে সুইডেনের সঙ্গী হয়েছে স্পেন। অন্যদিকে ৩ পয়েন্ট ও ১ পয়েন্ট সংগ্রহ করে বিদায় নিয়েছে স্লোভাকিয়া ও পোল্যান্ড। নকআউট পর্বে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে স্পেন।
কবির আহমেদ/ ইবিটাইমস