স্পোর্টস ডেস্কঃ গতকাল রাতে শেষ হয়েছে ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের খেলা। ইউরোপের ২৪টি দেশ ৬ টি গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করেছে। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার খেলায় বিরতি। শনিবার থেকে প্রি-কোয়ার্টার ফাইনাল বা নকআউট খেলা শুরু হবে।
৬ টি গ্রুপ থেকে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ১২ টি দল খেলবে সরাসরি নকআউট রাউন্ডে। আর ৬ টি গ্রুপ থেকে তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পয়েন্ট ও গোলে যারা এগিয়ে রয়েছেন তাদের থেকে নেয়া হয়েছে আরও ৪ টি দল। তারা হলেন যথাক্রমে সুইজারল্যান্ড,ইউক্রেন,চেক প্রজাতন্ত্র এবং পর্তুগাল।
নিম্নে যে ১৬টি দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে তা গ্রুপ এবং ক্রমিক অনুসারে উল্লেখ করা হল :
গ্রুপ চ্যাম্পিয়ন,রানার্স আপ ও তৃতীয় স্থান অধিকারী যথাক্রমে,
গ্রুপ ‘এ’- ইতালি,ওয়েলস,সুইজারল্যান্ড
গ্রুপ ‘বি’ – বেলজিয়াম,ডেনমার্ক
গ্রুপ ‘সি’ – নেদারল্যান্ডস,অস্ট্রিয়া,ইউক্রেন
গ্রুপ ‘ডি’ – ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র
গ্রুপ ‘ই’ – সুইডেন,স্পেন
গ্রুপ ‘এফ’ – ফ্রান্স, জার্মানি, পর্তুগাল
আগামী শনিবার নকআউট পর্বের প্রথম দিন দুইটি খেলা অনুষ্ঠিত হবে। বিকাল ৪ টায় নেদারল্যান্ডসের আমস্টারডামে ওয়েলস খেলবে ডেনমার্কের সাথে।
দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে মধ্য ইউরোপীয় সময় রাত ৯ টায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালি ও অস্ট্রিয়ার মধ্যে। উভয় খেলাতেই নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকলে অতিরিক্ত আরও ৩০ মিনিট খেলা হবে। যদি তারপরও খেলা অমীমাংসিত থাকে তাহলে পেনাল্টি কিক বা ট্রাইব্রেকারে খেলার জয় পরাজয় নিশ্চিত করা হবে।
কবির আহমেদ/ ইবি টাইমস