ইউরো কাপে নক আউট পর্বে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্কঃ ইউরো কাপের ডি গ্রুপের এক গুরুত্বপূর্ণ খেলায় গতকাল স্কটল্যান্ডের গ্লাসগোতে ক্রোয়েশিয়া স্কটল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করে দ্বিতীয়স্থান অর্জন করেছে। গত বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়া এই ইউরোর প্রথম খেলায় ইংল্যান্ডের কাছে হার, চেক রিপাবলিকের সঙ্গে ড্র করে নকআউটে খেলার আশার প্রদীপ নিভু নিভু হতে শুরু করেছিল। কিন্তু তা আবারও জ্বলে উঠলো। লুকা মদরিচের নেতৃত্বে স্কটল্যান্ডের মাঠে ৩-১ গোলের দুর্দান্ত জয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া।

শুধু তাই নয়, ‘ডি’ গ্রুপের শীর্ষে অবস্থান থাকা চেক প্রজাতন্ত্রকেও পিছনে ফেলে তারা এখন ইংল্যান্ডের পিছনে দ্বিতীয় স্থান নিশ্চিত করতে পেরেছে। গ্রুপের রানার্সআপ হয়ে শেষ ষোলোতে থাকা নিশ্চিত করেছে। ক্রোয়েশিয়ার এখন ৩ ম্যাচে ৪ পয়েন্ট । সমান পয়েন্ট পেলেও গোলপার্থক্যে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে অবস্থান করছেন চেক প্রজাতন্ত্র। অবশ্য চেক প্রজাতন্ত্র গতকাল ইংল্যান্ডের কাছে ১-০ গোলে পরাজিত হওয়ার পূর্বেই ৪ পয়েন্ট নিয়ে নিশ্চিত করেছিল তারা শেষ ষোলোতে খেলতে পারবে চারটি সেরা তৃতীয় দলের একটি হয়ে।

বৃটিশ দৈনিক দি ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছেন ক্রোয়েশিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ খেলে অজেয় থাকা স্কটল্যান্ড গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে এই দিন প্রথমে আক্রমণাত্মক খেলা শুরু করে। কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি। হাজার হাজার দর্শক ১০ মিনিটের মধ্যে দুইবার মাথায় হাত দিয়েছে। ৬ মিনিটে বাঁ প্রান্ত থেকে ম্যাকগিনের শট ব্যাকপোস্টে রুখে দেন ক্রোট গোলকিপার লিভাকোভিচ। স্কটিশ মিডফিল্ডারের বাড়ানো ক্রস গোলমুখের সামনে অ্যাডামসের পায়ে লাগলে জালে বল জড়ানো ছিল সময়ের ব্যাপার। চার মিনিট পর ডাইকসের পাসে ২৫ গজ দূর থেকে অ্যাডামস গোলপোস্টের বাইরে মারেন বল।

মুহুর্মুহু আক্রমণ সামলাতে ব্যস্ত ক্রোয়েশিয়া হঠাৎই পাল্টা আক্রমণে যায়। ১৭ মিনিটে দারুণ কাউন্টার অ্যাটাকে গোল পায় তারা। জুরানোভিচের ক্রসে ব্যাকপোস্ট থেকে পেরিসিচের হেড নিয়ন্ত্রণে নিয়ে স্কটল্যান্ডের জাল কাঁপান ভ্লাসিচ (১-০)। ২০২০ সালের অক্টোবরের পর প্রথম আন্তর্জাতিক গোলে হ্যাম্পডেন পার্ক নিস্তব্ধ করে দেন তিনি।

২২ মিনিটে ২৫ গজ দূর থেকে নেওয়া মডরিচের জোরালো শট ক্রসবারের কয়েক ইঞ্চি উপর দিয়ে গেলে ক্রোয়েশিয়া ব্যবধান বাড়াতে পারেনি। দুই মিনিট পরই স্কটল্যান্ড সুযোগ পায়। রক্ষণে ক্রোটদের এলোমেলো শটে ম্যাকগিন বল পেয়ে যান বক্সেই, তার নিচু শট ফিরিয়ে দেন লিভাকোভিচ।

প্রথমার্ধেই দুর্দান্ত গোলে স্কটল্যান্ড সমতা ফেরায়। আবারও রক্ষণের ভুল, তাতে লক্ষ্যভেদ করেন ক্যালাম ম্যাকগ্রেগর। ডানপায়ের শটে চার ডিফেন্ডারের মাঝ দিয়ে জালে বল জড়ান তিনি (১-১)। ২৫ বছরে ইউরোপিয়ান মঞ্চে প্রথম গোলে বুনো উল্লাসে ফেটে পড়েন দর্শকরা। কয়েক মিনিট পরই আরেকটি সুযোগ হারায় স্বাগতিকরা। ও’ডনেলের ক্রস ব্যাকপোস্টে অ্যাডামস মাথা ছোঁয়ানোর আগেই লিভাকোভিচ পাঞ্চ করেন।

ম্যাচ ঘড়ির কাঁটা ঘণ্টা পেরোনোর পর ফের লিড নেয় ক্রোয়েশিয়া। কোভাচিচ বক্সের বাইরে বল পাস দেন মডরিচকে। ৬২ মিনিটে ক্রোট অধিনায়ক ডান পায়ের শটে ব্যবধান ২-১ করেন। ২০০৮ সালে ইউরোতে দেশের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়া মড রিচ ৩২ বছর ২৮৬ দিনে করা এই গোলে সবচেয়ে বয়স্ক গোলদাতার মর্যাদাও পেলেন। ৭৭ মিনিটে আরেকটি গোলে তার অবদান ছিল। তার কর্নার থেকে পেরিসিচের চতুর হেড ব্যাকপোস্টে আঘাত করে জালে জড়ায়। এরপর আর স্কটল্যান্ডের ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি।

আগামী ২৮ জুন ‘ই’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে শেষ ষোলোতে খেলবে ক্রোয়েশিয়া। পরের দিন ইংল্যান্ড খেলবে ‘এফ’ গ্রুপের দ্বিতীয় স্থান অর্জনকারী দলের বিপক্ষে।

কবির আহমেদ/ ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »