প্রি-কোয়ার্টার ফাইনালে (নকআউট) অস্ট্রিয়া আগামী শনিবার লন্ডনে ইতালির মুখোমুখি হচ্ছে
স্পোর্টস ডেস্কঃ আজ রুমানিয়ার রাজধানী বুখারেস্টে ইউরো কাপের ‘সি’গ্রুপের এক গুরুত্বপূর্ণ খেলায় অস্ট্রিয়া ১-০ গোলে ইউক্রেনকে হারিয়ে গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
অস্ট্রিয়ার পক্ষে খেলার ২১ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন মধ্য মাঠের খেলোয়াড় ক্রিস্টোফ বাউমগার্টনার অবশ্য খেলার ৩১ মিনিটে তিনি আহত হয়ে মাঠ ত্যাগ করেন।
অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন অস্ট্রিয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এই প্রথম নকআউট অর্থাৎ প্রি-কোয়ার্টার ফাইনালে উন্নীত হল।
অস্ট্রিয়ার কোচ ফ্রাঙ্কো ফোডা গতকালই সাংবাদিকদের বলেছিলেন, অস্ট্রিয়া আজ জয়ের জন্য আক্রমণাত্মক ফুটবল খেলবে। আজ বাস্তবের তাই দেখিয়েছে অস্ট্রিয়ার দামাল ছেলেরা। উভয় দলের পায়ে বল প্রায় সমান সমান থাকলেও আক্রমণে ছিল অস্ট্রিয়া। খেলায় অস্ট্রিয়া ইউক্রেনের গোলবার মোট শর্ট নিয়েছে ১০ টি, আর পক্ষান্তরে ইউক্রেন নিয়েছে মাত্র ৫ টি।
অস্ট্রিয়া ‘সি’গ্রুপের রানার্স আপ হওয়ার খেলার প্ল্যান অনুযায়ী আগামী শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রাত ৯ টায় ‘এ’গ্রুপের চ্যাম্পিয়ন ইতালির সাথে নকআউট রাউন্ডে খেলবে। ইতালির সাথে অস্ট্রিয়ার ফুটবল ইতিহাস তেমন একটা ভাল না।
এপিএ আরও জানিয়েছেন, আজকের এই খেলা দেখার জন্য প্রায় ১৮,০০০ হাজার দর্শক অস্ট্রিয়া থেকে রুমানিয়ার রাজধানী বুখারেস্টে গিয়েছেন। ফলে অস্ট্রিয়ার ১২ তম শক্তি ছিল নিজ দেশের ফুটবল প্রেমী সাপোর্টার।
কোচ ফ্রাঙ্কো ফোদা ডেভিড আলাবাকে ইউক্রেনের স্ট্রাইকার তারকা আন্দ্রেজ জারমোলেঙ্কোর পিছনে বিশেষভাবে লাগিয়ে রাখার কারনে ইউক্রেনের ফরোয়ার্ড আজ তেমন সুবিধা করতে পারেনি। তাছাড়াও কোচ আজ অস্ট্রিয়ার স্টার স্ট্রাইকার আরনাউটোভিচকে খেলার প্রথম থেকে শেষ পর্যন্ত মাঠে রাখেন। সাধারণত কিছুটা বয়সের কারনে তাকে দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হয়।
আজকের খেলাটি যেহেতু কিছুটা নার্ভাসনেসের খেলা ছিল,তাই অভিজ্ঞ খেলোয়াড়দের প্রথমে নামিয়ে কোচ সঠিক কাজটিই করেছেন বলে অভিমত ব্যক্ত করেছেন ফুটবল বিশেষজ্ঞরা।
কোচ খেলায় মার্কো আরনাটোভিচকে একক স্ট্রাইকার, বাম উইংয়ে বামগার্টনার, ঝুলন্ত টিপ হিসাবে মার্সেল সাবিটসার এবং ফ্লোরিয়ান গ্রিলিটস্, যারা শুরুতে সম্মুখের লাইনআপে গিয়ে খেলেছেন এবং মুহূর্তেই আবার :কোয়ার্টারব্যাক” হিসাবেও দলের রক্ষণভাগ অত্যন্ত সার্থকতার সাথে রক্ষা করেছেন।
আজ শারীরিক শক্তিমত্তার দিক থেকেও দ্বৈত লড়াইয়ে অস্ট্রিয়ানরা জয়ী ছিল। আক্রমণাত্মক ফুটবলের এই সিস্টেমের সাহায্যে অস্ট্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার লাভ করে খেলে জয়লাভ করেছে।
এই গ্রুপের অপর খেলায় একই সময়ে নেদারল্যান্ডস আমস্টারডামে অতি সহজেই উত্তর ম্যাসেডোনিয়াকে ৩-০ গোলে পরাজিত করে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নেদারল্যান্ডস আগামী রবিবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে কোন এক গ্রুপের তৃতীয় স্থান অর্জনকারীর সাথে খেলবেন ।
কবির আহমেদ /ইবি টাইমস