স্পোর্টস ডেস্কঃ আজ হাঙ্গেরীর রাজধানী বুদাপেস্টে ইউরো কাপের এফ গ্রুপের এক খেলায় ২০১৮ সালের বিশ্বকাপ বিজয়ী ফ্রান্স থেকে একটি মূল্যবান পয়েন্ট ছিনিয়ে নিয়েছে হাঙ্গেরী। হাঙ্গেরি এই গ্রুপের প্রথম খেলায় বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালকে ৮৪ মিনিট পর্যন্ত ০-০ গোলে আটকে রেখেছিল। তবে শেষ রক্ষা হয় নি।
দুর্ধর্ষ ক্রিশ্চিয়ান রোনালদো বাহিনীর কাছে দুর্ভাগ্য বশত শেষ ১০ মিনিটে ৩-০ গোলে পরাজিত হতে হয়েছে। তবে আজ তারা প্রথমার্ধে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সাথে প্রথমার্ধে ১-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটের ফ্রান্সের সুপার স্ট্রাইকার আন্দ্রিয়াস গ্রিজমান চমৎকার গোল করে খেলায় ১-১ গোলের সমতা ফিরিয়ে আনেন।
সংবাদ সংস্থা রয়টার্স বুদাপেস্ট থেকে জানিয়েছেন, ইউরোর গত আসরের রানার্স আপ ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে জিততে দিলো না হাঙ্গেরি। ঘরের মাঠে তাদের জয় বঞ্চিত করেছে হাঙ্গেরি। ম্যাচটি শেষ হয় ১-১ গোলে। জার্মানির বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও ফ্রান্সকে দ্বিতীয় ম্যাচেই করতে হয় পয়েন্ট ভাগাভাগি। এদিকে পর্তুগালের বিপক্ষে হার দিয়ে শুরু করেছিল হাঙ্গেরি।খেলার প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল ফ্রান্স। দ্বিতীয়ার্ধে দলের আশীর্বাদসহয়ে আসেন গ্রিজম্যান। ৬৬ মিনিতে গোল দিয়ে নিয়ে আসেন সমতা।
ইউরো কাপের এফ গ্রুপের আজকের খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের পায়ে বল ছিল শতকরা ৬৭%। তবে হাঙ্গেরির মাঝেমধ্যে সুযোগ পেলেই হানা দিয়েছে ফ্রান্সের গোল সীমানায়। আর তারই ধারাবাহিকতায় খেলার প্রথমার্ধের ৪৫ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটের মাথায় হাঙ্গেরির স্ট্রাইকার অ্যাটিলিয়া ফিওলা সুন্দর একটি গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যান। প্রথমার্ধ বাকী মিনিট হতচকিত বিশ্ব চ্যাম্পিয়ন কিছু বুঝে উঠার পূর্বেই রেফারি বিরতির বাশিঁ বাজান।
দ্বিতীয়ার্ধের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স অত্যন্ত ঠান্ডা মাথায় আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে। তারা এরই মধ্যে হাঙ্গেরির গোল বারে দশবার শর্ট নেয়। খেলার ৬৬ মিনিটের সময় এমনিই একটি আক্রমণ হাঙ্গেরির গোলরক্ষক প্রতিহত করে ফল পাঞ্চ করে মাঠের দিকে ছুঁড়ে দিলে ফ্রান্সের স্টার স্ট্রাইকার গ্রিজম্যান চমৎকার হাফ বলির মাধ্যমে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল গোল বারের প্রবেশ করে দিয়ে খেলায় সমতা (১-১) ফিরিয়ে নিয়ে এসে ফ্রান্সকে ভয়াবহ ভরাডুবি থেকে রক্ষা করেন।
ফ্রান্স ২ খেলায় ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপের শীর্ষস্থানে অবস্থান করছেন। আর হাঙ্গেরির ২ খেলায় ১ পয়েন্ট।
আজ সন্ধ্যায় এই গ্রুপের অন্য দুই দল জার্মানি ও পর্তুগাল জার্মানির সময় বিকাল ৬ টায় মিউনিখের অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছেন।
কবির আহমেদ/ ইবি টাইমস