ইউরো কাপের এক গুরুত্বপূর্ণ খেলায় ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্রের ১-১ গোলে ড্র

স্পোর্টস ডেস্কঃ গতকাল সন্ধ্যায় ইউরো কাপের ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্রের উত্তেজনাকর খেলাটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র অবস্থায় শেষ হয়। গ্রুপ ‘এফ’ এর এই খেলায় উভয় দলই খেলার শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণ ও পাল্টা আক্রমণ করে খেলে।

স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে চেক রিপাবলিকের সাথে ১-১ গোলে ড্র করার পরে গ্রুপ ডি-তে দুই খেলায় এক পয়েন্ট পেয়ে ২০১৮ সালের বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়া এখন ইউরো কাপের চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে পড়ার আতঙ্কে আছে।

খেলার ৩৭ মিনিটের মাথায় পেনাল্টি কিক থেকে গোল করে চেক প্রজাতন্ত্রের স্ট্রাইকার প্যাট্রিক শিক গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যায়। খেলার প্রথমার্ধে জয় নিয়েই মাঠ ত্যাগ করে চেক প্রজাতন্ত্র।

তবে চেক প্রজাতন্ত্র তাদের এই বিজয় বেশিক্ষণ ধরে রাখতে পারে নি। দ্বিতীয়ার্ধের খেলার শুরুতেই ক্রোয়েশিয়া চেক প্রজাতন্ত্রের ওপর প্রচন্ড চাপ প্রয়োগ করে খেলতে থাকে। ফলে ২ মিনিটের মাথাতেই খেলার ৪৭ মিনিটের সময় ক্রোয়েশিয়ার সুপার স্ট্রাইকার প্যারিসিক গোল করে খেলায় ১-১ গোলে সমতা আনেন।

২ খেলায় ৪ পয়েন্ট নিয়ে চেক প্রজাতন্ত্র এই গ্রুপের শীর্ষে অবস্থান করছে। এই গ্রুপের অপর দুই দল ইংল্যান্ড ও স্কটল্যান্ডের খেলা ড্র হয়েছে। ফলে ইংল্যান্ডও ২ খেলায় ৪ পয়েন্ট নিয়ে গোল কম করায় দ্বিতীয় অবস্থানে আছে। ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ড উভয়েই ২ খেলায় ১ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে অবস্থান করছে।

গ্রুপ পর্বের শেষ খেলায় মঙ্গলবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে স্কটল্যান্ড। আর চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে ইংল্যান্ড।

গ্রুপ পর্বের শেষ খেলায় মঙ্গলবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে স্কটল্যান্ড। আর চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে ইংল্যান্ড।

কবির আহমেদ/ ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »