
অস্ট্রিয়ায় করোনার সম্মুখ যোদ্ধাদের ৫০০ ইউরোর বোনাসের পরিধি আরও বিস্তৃত
হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী এবং হাসপাতালের প্রযুক্তিবিদরাও এই এককালীন ৫০০ ইউরোর করোনা বোনাস পাবেন ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন, অস্ট্রিয়ার করোনার সম্মুখ যোদ্ধা চিকিৎসক, নার্সের পাশাপাশি হাসপাতালগুলিতে পরিচ্ছন্নতা কর্মী এবং হাসপাতালের প্রযুক্তিবিদরাও এখন ৫০০ ইউরোর করোনার প্রিমিয়ামের অধিকারী হবেন। অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক পত্রিকা Kronen Zeitung এর সাথে এক সাক্ষাৎকারে ক্ষমতাসীন দল ÖVP এর ক্লাবের…