পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ান রোনালদোর ইউরো কাপে গোলের নতুন রেকর্ড
স্পোর্টস ডেস্কঃ আজ হাঙ্গেরীর রাজধানী বুদাপেস্টে ইউরো কাপের ‘এফ’ গ্রুপের খেলায় বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল হাঙ্গেরীকে ৩-০ গোলে পরাজিত করেছে। এই তিন গোলের মধ্যে দুইটি গোলই করেছেন পর্তুগালের অধিনায়ক ও বিশ্ব ফুটবলের অন্যতম সুপারস্টার ক্রিশ্চিয়ান রোনালদো। আজকের এই গোলের ফলে ইউরোতে সবচেয়ে বেশী গোলের মালিক এখন তিনি। সব মিলিয়ে তার গোলসংখ্যা ১১। টপকে গেছেন তিনি এর আগে সর্বোচ্চ গোল তালিকার শীর্ষে থাকা ফ্রান্সের মিশেল প্লাতিনিকে। ইউরোতে ৯ গোলের রেকর্ড নিয়ে এতদিন প্লাতিনি শীর্ষে ছিলেন।
হাঙ্গেরীর বিপক্ষে আজ এই দুই গোল করে রোনালদো এখন টপলিস্টে। এর আগে একাদশে নাম লেখানোর সঙ্গে সঙ্গে দুটি রেকর্ড গড়েন তিনি। প্রথম খেলোয়াড় হিসেবে পঞ্চম ইউরো খেলছেন তিনি, আর যে কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে এটি ছিল তার ৩৯তম ম্যাচ। তাতে জার্মানির বাস্তেইন শোয়েনস্টেইগারকে (৩৮) পেছনে ফেলে সবার উপরে তিনি।
আজ হাঙ্গেরীর বিরুদ্ধে প্রথম থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক ও টোটাল ফুটবল খেলে পর্তুগাল। সম্পূর্ণ খেলায় তাদের পায়ে বল ছিল ৭০%। খেলার ৫ মিনিটের মাথায় পর্তুগালের ডিয়েগোর একটি শর্ট হাঙ্গেরীর গোলরক্ষক পিটার গুলাকসি কৃতিত্বের সাথে রুখে দেন। ৩০ মিনিটের সময় বার্নার্দো সিলভার ক্রস থেকে রোনালদোর হেড গোলবারের পাশ কেটে চলে যায়। খেলার ৩৭ মিনিটের সময় হাঙ্গেরী প্রথমার্ধের একমাত্র সুযোগ পায়। আন্দ্রাস স্কাফারের বাঁকানো ফ্রি কিকে অ্যাডাম সালাই উঁচুতে উঠে ফ্লিক করেন। কিন্তু তা সোজা চলে যায় পর্তুগিজ গোলকিপার রুই প্যাট্রিসিওর হাতে। খেলার প্রথমার্ধ গোল শূন্য শেষ হয়।
খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই পর্তুগালের পেপের শট ফিরিয়ে দেন হাঙ্গেরীর গোলরক্ষক গুলাকসি। ৫৯ মিনিটে ছোট বক্সের সামনে বল পেয়ে নিচু ড্রাইভ করেন ফের্নান্দেস। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে তা মাঠের বাইরে পাঠান হাঙ্গেরিয়ান গোলকিপার। পর্তুগাল প্রথম গোল করার পূর্বে হাঙ্গেরীর ফরোয়ার্ডের কয়কটি গোলের সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়।
খেলার দ্বিতীয়ার্ধের ৮৪ মিনিটের মাথায় পর্তুগালের রাফায়েল গুয়েরেইরোর গোলে পর্তুগাল ১-০ গোলে এগিয়ে যায়। এর দুই মিনিট পর ডিবক্সের মধ্যে হাঙ্গেরীর জনৈক খেলোয়াড়ের হাতে বল লাগায় পেনাল্টি পায় পর্তুগাল। ৮৭ মিনিটের মাথায় পেনাল্টি থেকে বুলেটগতির শটে গোল করেন রোনালদো (২-০)।
এখানেই থেমে থাকেননি ইতালির জুভেন্টাসের এই সুপারস্টার ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান রোনালদো। খেলার অতিরিক্ত সময়ে (৯২ মিনিটে) দলীয় খেলোয়াড় রাফার সঙ্গে ওয়ান-টু পাসের পর গোলকিপারকে বোকা বানিয়ে তার আজকের দ্বিতীয় গোল ও পর্তুগালের জন্য তৃতীয় গোলটি করেন রোনালদো (৩-০)।
এটি ছিল তার ১০৬ তম আন্তর্জাতিক গোল। আর চারটি গোল করতে পারলে ইরানের আলী দাইয়িকে (১০৯) পেছনে ফেলে সবচেয়ে বেশী আন্তর্জাতিক গোলের রেকর্ড গড়বেন তিনি।
কবির আহমেদ /ইবি টাইমস