ইউরো ফুটবলে ইউক্রেনের সাথে অল্পের জন্য পার পেলো নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্কঃ গত ইউরো ও বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে না পারা নেদারল্যান্ডস গতকাল নিজের মাটিতে “ইউরো ২০২০” এর ‘সি’ গ্রুপের এক শ্বাসরুদ্ধকর খেলায় ইউক্রেন কে ৩-২ গোলে পরাজিত করেছে।

প্রায় সাত বৎসর পর কোন বড় আন্তর্জাতিক ফুটবল আসরে ফিরল নেদারল্যান্ডস। তবে গতকাল আমস্টারডামে তাদের ভয় পাইয়ে দিয়েছিল ইউক্রেন। এক উত্তেজনাকর খেলায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডস জয় পেয়েছে ৩-২ গোলের ব্যবধানে। ফলে তাদের দীর্ঘ সাত বছর পর বড় মঞ্চে ফেরাটাকে রঙিন করেছে এই রোমাঞ্চকর জয়ে।

২০১৪  ব্রাজিল বিশ্বকাপে তৃতীয় হওয়া সর্বশেষ ইউরো ও বিশ্বকাপে খেলতে পারেনি নেদারল্যান্ডস। যদিও নেশন্স কাপের ফাইনালে উঠে নিজেদের ফেরার বার্তাটা দিয়ে রেখেছিল তারা। তবে বড় মঞ্চে ফেরা কেমন করে তারা, এটাও দেখার অপেক্ষায় ছিলেন সবাই। শেষ পর্যন্ত সেটা হয়েছে ভালোভাবেই। শুরু থেকে আক্রমণ ও পাল্টা আক্রমণে চলতে থাকা ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য। পরের অর্ধে গোল হয়েছে পাঁচটি।

৫২ মিনিটে ম্যাচের প্রথম গোল আসে জিওর্জিনিও উইজনালডামের পা থেকে। এর ৬ মিনিট পর ডাচদরে দুই গোলের লিড এনে দেন ওউট ওয়েঘর্স্ট। দুই গোলে এগিয়ে যেন খানিকটা বাড়তি আত্মবিশ্বাস ভর করে নেদারল্যান্ডসের ওপর। তবে এরপরই ৪ মিনিটের ব্যবধানে তাদের দুই গোল পরিশোধ দিয়ে দেয় ইউক্রেন। ৭৫ মিনিটে দলটির হয়ে প্রথম গোল করেন আন্দ্রে ইয়ারমোলেঙ্কো। একটু পরই ম্যাচে সমতা আনেন রোমান ইয়ারেমচুক। দুই গোলে এগিয়ে থাকার পর ম্যাচ এগিয়ে যেতে থাকে ড্রয়ের পথে।

নেদারল্যান্ডের সমর্থকরা মনে ভয় নিয়েই অপেক্ষার প্রহর গুণতে থাকেন ফের এগিয়ে যাওয়ার। শেষ পর্যন্ত ম্যাচের ৮৫ মিনিটে তাদের স্বস্তি এনে দেন নবাগত জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচে খেলতে আসা ডেনজেল ডামফ্রিসের। রোমাঞ্চকর ম্যাচ জিতে সাত বছর পর বড় টুর্নামেন্টে ফেরা রাঙায় নেদারল্যান্ডস।

জীবনের প্রথম আন্তর্জাতিক ফুটবল আসরে জয়সূচক গোল করে পূর্ণ পয়েন্ট পাইয়ে দেওয়া ডেনজেল ডামফ্রিসকে স্টার অফ দ্য ম্যাচ নির্বাচিত করে UEFA।

নেদারল্যান্ডস আগামী বৃহস্পতিবার আমস্টারডামে গ্রুপের পরবর্তী খেলায় মোকাবেলা করবে অস্ট্রিয়ার সাথে। গ্রুপ সি তে প্রথম রাউন্ডের পর ৩ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডস থেকে এক গোল কম খাওয়ায় অস্ট্রিয়া গ্রুপের শীর্ষে অবস্থান ।

কবির আহমেদ /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »