ভিয়েনা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউরোপের অন্য কোনও দেশে রাশিয়ার হামলার ইচ্ছা নেই নিশ্চয়তা পুতিনের রোমানিয়া-বুলগেরিয়ার যৌথ অভিযানে ৮ মানবপাচারকারী গ্রেপ্তার মাধবপুরে ইঞ্জিন বিকল, ৩ ঘন্টা পর কালনী এক্সপ্রেস ট্রেন পুনরায় যাত্রা বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় সেতুসহ পাঁচ দাবিতে শাহবাগে ভোলাবাসীর অবস্থান পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০,৬৬০ প্রবাসীর নিবন্ধন বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে লালমোহনে বিক্ষোভ লালমোহনে এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে পর্তুগালের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জয়লাভ খাল–বিলহীন খিলগাতীতে সাড়ে ৯ কোটি টাকার ব্রিজ নির্মাণ, প্রশ্ন স্থানীয়দের

ইউরো কাপ ফুটবলে রাশিয়ার বিরুদ্ধে বেলজিয়ামের সহজেই ৩-০ গোলে জয়লাভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
  • ৩২ সময় দেখুন

বেলজিয়ামের ফুটবল স্টার লুকাকুর রাশিয়ার বিরুদ্ধে একাই ২ গোল

স্পোর্টস ডেস্কঃ গতকাল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপ কাপের বি গ্রুপের খেলায় স্বাগতিক রাশিয়াকে সহজেই ৩-০ গোলে পরাজিত করেছে টুর্নামেন্টের হট ফেভারিট বেলজিয়াম। আজকের খেলার শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বেলজিয়ামের রোমেলু লুকাকু। তিনি খেলার ১০ ও।৮৮ মিনিটে বেলজিয়ামের পক্ষে ২ গোল করেন। আর খেলার ৩৪ মিনিটের মাথায় আরেকটি গোল করেন বেলজিয়ামের টি ময়ানিয়াম।

স্বাগতিক রাশিয়া সেন্ট পিটার্সবার্গে রেড ডেভিল খ্যাত বেলজিয়ামের বিরুদ্ধে বেশী সুবিধা করতে পারে নি। ৯০ মিনিটের খেলা নিজেদের নিয়ন্ত্রণে রেখে ফুটবল সুপারস্টার লুকাকুর জোড়া গোল এবং থমাস মিউনিয়ের দেয়া গোলে সহজেই ৩ -০ গোলে ম্যাচ জিতল বেলজিয়াম।

রাশিয়ার এই পিটার্সবার্গে ২০১৮ সালের বিশ্বকাপ সেমিফাইনাল ফেভারিটের তকমা নিয়েও ফ্রান্সের বিরুদ্ধে ০-১ গোলে হেরেছিল বেলজিয়াম। ম্যাচ শেষে তখন এডেন হ্যাজার্ডের চোখে অশ্রু। রোমেলু লুকাকুও ফ্যাকাশে মুখে মাঠের একপাশে দাঁড়িয়েছিলেন।

সেন্ট পিটার্সবার্গের  এরিনায় সে দিন এমনই তো ছবি ছিল বেলজিয়ামের। পুরো যেন এক ট্র্যাজেডি,সর্বস্ব দিয়ে সর্বহারা হওয়ার মতো। প্রায় তিন বছর কেটে গিয়েছে সেই অভিশপ্ত দিনের। এখন আবার কাকতালীয় ভাবে সেই সেন্ট পিটার্সবার্গের এরিনাতেই গ্রুপের প্রথম খেলায় জয়ের মাধ্যমে নিজেদের ইউরো অভিযান শুরু করল বেলজিয়াম।খেলার শুরুতেই আটসাট বেধেঁ মাঠে নামে বেলজিয়াম।

খেলার ১০ মিনিটের মাথাতেই রাশিয়ান ডিফেন্ডারদের অফসাইড ট্র্যাপ ভেদ করে দুরন্ত গোল করেন রোমেলু লুকাকু। এরপর গোল করে ক্যামেরার সামনে গিয়ে ক্লাবের সতীর্থ তথা অসুস্থ এরিকসনের উদ্দেশ্যে সেই গোলটি উৎসর্গও করেন। এরপরও জারি ছিল বেলজিয়ামের আক্রমণ। শেষপর্যন্ত ৩৪ মিনিটে ব্যবধান বাড়ান থমাস। প্রথমার্ধের খেলা শেষে রেড ডেভিলসরা এগিয়ে ছিল ২-০ গোলে।

দ্বিতীয়ার্ধের ছবিটাও ছিল একই রকম। বলতে ফেভারিটদের মতোই ম্যাচে নিজেদের আধিপত্য জমিয়ে রেখেছিলেন থোরগান হ্যাজার্ড, লুকাকুরা। এই সময় রাশিয়ার খেলোয়াড়রা গোল শোধের মরিয়া চেষ্টা করলেও সফল হননি। শেষপর্যন্ত ৮৮ মিনিটে রাশিয়ার কফিনে শেষ পেরেকটি পোঁতেন রোমেলু লুকাকুই। বলতে গেলে যে স্টেডিয়ামে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয়েছিল, সেই স্টেডিয়ামেই ইউরো জয়ের স্বপ্ন দেখতে শুরু করল বেলজিয়াম।

আজ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপ ২০২০ এর ৩ টি খেলা অনুষ্ঠিত হবেঃ

Sunday 13 June:

Group D : England vs Croatia (15:00, London)

Group C : Austria vs North Macedonia (18:00, Bucharest)

Group C : Netherlands vs Ukraine (21:00, Amsterdam)

কবির আহমেদ /ইবি টাইমস

জনপ্রিয়

ইউরোপের অন্য কোনও দেশে রাশিয়ার হামলার ইচ্ছা নেই নিশ্চয়তা পুতিনের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউরো কাপ ফুটবলে রাশিয়ার বিরুদ্ধে বেলজিয়ামের সহজেই ৩-০ গোলে জয়লাভ

আপডেটের সময় ০৮:০৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১

বেলজিয়ামের ফুটবল স্টার লুকাকুর রাশিয়ার বিরুদ্ধে একাই ২ গোল

স্পোর্টস ডেস্কঃ গতকাল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপ কাপের বি গ্রুপের খেলায় স্বাগতিক রাশিয়াকে সহজেই ৩-০ গোলে পরাজিত করেছে টুর্নামেন্টের হট ফেভারিট বেলজিয়াম। আজকের খেলার শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বেলজিয়ামের রোমেলু লুকাকু। তিনি খেলার ১০ ও।৮৮ মিনিটে বেলজিয়ামের পক্ষে ২ গোল করেন। আর খেলার ৩৪ মিনিটের মাথায় আরেকটি গোল করেন বেলজিয়ামের টি ময়ানিয়াম।

স্বাগতিক রাশিয়া সেন্ট পিটার্সবার্গে রেড ডেভিল খ্যাত বেলজিয়ামের বিরুদ্ধে বেশী সুবিধা করতে পারে নি। ৯০ মিনিটের খেলা নিজেদের নিয়ন্ত্রণে রেখে ফুটবল সুপারস্টার লুকাকুর জোড়া গোল এবং থমাস মিউনিয়ের দেয়া গোলে সহজেই ৩ -০ গোলে ম্যাচ জিতল বেলজিয়াম।

রাশিয়ার এই পিটার্সবার্গে ২০১৮ সালের বিশ্বকাপ সেমিফাইনাল ফেভারিটের তকমা নিয়েও ফ্রান্সের বিরুদ্ধে ০-১ গোলে হেরেছিল বেলজিয়াম। ম্যাচ শেষে তখন এডেন হ্যাজার্ডের চোখে অশ্রু। রোমেলু লুকাকুও ফ্যাকাশে মুখে মাঠের একপাশে দাঁড়িয়েছিলেন।

সেন্ট পিটার্সবার্গের  এরিনায় সে দিন এমনই তো ছবি ছিল বেলজিয়ামের। পুরো যেন এক ট্র্যাজেডি,সর্বস্ব দিয়ে সর্বহারা হওয়ার মতো। প্রায় তিন বছর কেটে গিয়েছে সেই অভিশপ্ত দিনের। এখন আবার কাকতালীয় ভাবে সেই সেন্ট পিটার্সবার্গের এরিনাতেই গ্রুপের প্রথম খেলায় জয়ের মাধ্যমে নিজেদের ইউরো অভিযান শুরু করল বেলজিয়াম।খেলার শুরুতেই আটসাট বেধেঁ মাঠে নামে বেলজিয়াম।

খেলার ১০ মিনিটের মাথাতেই রাশিয়ান ডিফেন্ডারদের অফসাইড ট্র্যাপ ভেদ করে দুরন্ত গোল করেন রোমেলু লুকাকু। এরপর গোল করে ক্যামেরার সামনে গিয়ে ক্লাবের সতীর্থ তথা অসুস্থ এরিকসনের উদ্দেশ্যে সেই গোলটি উৎসর্গও করেন। এরপরও জারি ছিল বেলজিয়ামের আক্রমণ। শেষপর্যন্ত ৩৪ মিনিটে ব্যবধান বাড়ান থমাস। প্রথমার্ধের খেলা শেষে রেড ডেভিলসরা এগিয়ে ছিল ২-০ গোলে।

দ্বিতীয়ার্ধের ছবিটাও ছিল একই রকম। বলতে ফেভারিটদের মতোই ম্যাচে নিজেদের আধিপত্য জমিয়ে রেখেছিলেন থোরগান হ্যাজার্ড, লুকাকুরা। এই সময় রাশিয়ার খেলোয়াড়রা গোল শোধের মরিয়া চেষ্টা করলেও সফল হননি। শেষপর্যন্ত ৮৮ মিনিটে রাশিয়ার কফিনে শেষ পেরেকটি পোঁতেন রোমেলু লুকাকুই। বলতে গেলে যে স্টেডিয়ামে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয়েছিল, সেই স্টেডিয়ামেই ইউরো জয়ের স্বপ্ন দেখতে শুরু করল বেলজিয়াম।

আজ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপ ২০২০ এর ৩ টি খেলা অনুষ্ঠিত হবেঃ

Sunday 13 June:

Group D : England vs Croatia (15:00, London)

Group C : Austria vs North Macedonia (18:00, Bucharest)

Group C : Netherlands vs Ukraine (21:00, Amsterdam)

কবির আহমেদ /ইবি টাইমস