
অস্ট্রিয়ায় আগামী শীত সেমিস্টার থেকে বিশ্ববিদ্যালয় ও উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক ক্লাশ
অস্ট্রিয়ায় গত শরতের পর অর্থাৎ প্রায় ১১ মাস পর করোনার আইসিইউ রোগী এক শতের নীচে ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার রাস্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক ORF এর সংবাদ বিভাগ Zeit im Bild (ZIB) জানিয়েছেন অস্ট্রিয়ার শিক্ষামন্ত্রী হাইঞ্জ ফ্যাসমান (ÖVP) রাস্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকার বলেছেন, আমরা আগামী শীত সেমিস্টার থেকে অস্ট্রিয়ার বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে মহামারী করোনার প্রাদুর্ভাবের…