স্পোর্টস ডেস্ক: আগেরদিন আর্জেন্টিনা জয় না পেলেও দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শনিবার (৫ জুন) ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল।
৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে গোল দুটি করেন রিচারলিসন ও নেইমার।
ব্রাজিলের স্তাদে বেইরা রিও’তে গোল পেতে ঘাম ছুটে যায় স্বাগতিকদের। প্রথমার্ধ থাকে গোলশূন্য। তবে, খেলার ৬৫ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় ব্রাজিল। আর অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন নেইমার।
বাছাইপর্বের পাঁচ ম্যাচের সবকটিতে জয়ে উড়ছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে নেইমার বাহিনী।
ডেস্ক/ইবিটাইমস/এমএন