
করোনায় অস্ট্রিয়ান সরকারের এই পর্যন্ত ৩৭ বিলিয়ন ইউরোর সহায়তা প্রদান
অস্ট্রিয়ার অর্থমন্ত্রী গেরনোট ব্লুমেলের (ÖVP) এই অর্থ সহায়তা শেষ করার ঘোষণা ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার অর্থমন্ত্রী গেরনোট ব্লুমেল আজ শনিবার দেশের সংবাদ মাধ্যমকে দেয়া এক বিবৃতিতে জানিয়েছেন যে,অস্ট্রিয়ার অর্থ মন্ত্রণালয় করোনায় ক্ষতিগ্রস্থদের জন্য এখন অবধি ৩৭ বিলিয়ন ইউরো অনুদান প্রদান করেছেন। এই অর্থ করোনার বিধিনিষেধের জন্য বন্ধ হওয়া প্রতিষ্ঠান,বেকার এবং স্বল্প সময়ের কাজের কর্মীদের জন্য প্রদান…