
চরফ্যাসন হাসপাতাল থেকে করোনার ৩,৪০০ ভ্যাকসিন ফেরৎ
চরফ্যাসন ( ভোলা) : চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ৩,৪০০ ভ্যাকসিন ফেরত দেয়া হয়েছে। প্রথম ডোজ ৮ হাজার ৬শ‘জনকে ভ্যাকসিন দেয়া হয়েছিল। এরপর কোন লোক না আসায় ৩,৪০০ ভ্যাকসিন ফেরত পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, চরফ্যাসন স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০শয্যা থেকে ১শ উন্নিত করা হয়েছে। কিন্তু কার্যক্রম চলছে ৫০ শয্যার। ১শ‘ শয্যার ভবনে মার্চ/২০২০সালে কার্যক্রম…