
অস্ট্রিয়ায় ছুটির সপ্তাহান্তে বৃষ্টি এবং শীতল আবহাওয়া
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ায় হোটেল-রেস্টুরেন্ট খুলে দিলেও ছুটির দিনে গার্ডেন রেস্টুরেন্ট বা সুইমিং পুলের আবহাওয়া এখনও অনুকূলে আসে নি। অস্ট্রিয়ার সিভিয়ার ওয়েদার সেন্টার জানিয়েছেন যে,অস্ট্রিয়ায় উপর দিয়ে পুনরায় আরেকবার শীতল আবহাওয়া বয়ে যাবে। আবহাওয়া অফিস জানিয়েছে শনিবার থেকে পুনরায় ভেজা আবহাওয়া শুরু হয়েছে।বিশেষত কারিন্থিয়া (Kärnten) এবং মধ্য পার্বত্য অঞ্চলে পশ্চিম এবং উত্তর দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা…