
একদিনে অস্ট্রিয়ায় এক লাখ ডোজ ভ্যাকসিন প্রদান
এক টুইট বার্তায় অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রীর সন্তোষ প্রকাশ ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী মুকস্টাইন ভল্ফগাং ( Mückstein Wolfgang) আজ এক টুইট বার্তায় দেশে করোনার ভ্যাকসিন প্রদানের এই মাত্রা বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান আজ দেশে একদিনেই ৯৯,৩১৭ ডোজ করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে। অবশ্য স্বাস্থ্যমন্ত্রী গত সপ্তাহেই ঘোষণা করেছিলেন যে, অস্ট্রিয়ায় প্রতিদিন করোনার ভ্যাকসিন ১ লাখ…