ভিয়েনা ০৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আজও ব্যাট করতে চায় বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
  • ৪ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: পাল্লেকেলেতে মেঘ-বৃষ্টির কারনে ২৫ ওভার আগেই খেলা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন আম্পায়াররা। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৭৪ রান। ৪৩ রান নিয়ে ক্রিজে আছেন মুশফিকুর রহিম, ২৫ রানে লিটন দাস। টেস্টের ফল পেতে হলে বাকি তিনদিনে আরও তিন ইনিংসের সমাপ্তি হতে হবে। অথচ এর পরও আজ কিছু সময় ব্যাটিং করার পরিকল্পনা বাংলাদেশের। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সে কথাই জানিয়ে গেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

পাল্লেকেলের উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে স্বপ্নের মতো দুটি দিন পার করেছে বাংলাদেশ দল। শান্তর অনবদ্য ১৬৩ রানের পর মুমিনুল পেয়েছেন সেঞ্চুরি (১২৭)। তাদের আগে তামিম খেলেছেন ৯০ রানের ইনিংস। এখন পর্যন্ত মুশিফক-লিটন অপরাজিত থেকে দারুণ কিছু করার ইঙ্গিত দিচ্ছেন। তাই আরও কিছু রান করেই প্রতিপক্ষের হাতে ব্যাট তুলে দিতে চায় বাংলাদেশ।

তৃতীয় দিনের পরিকল্পনা নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুলদের প্রধান কোচ বলেছেন, ‘মেঘলা আবহাওয়ার কারণে আমরা বেশ কিছু ওভার খেলতে পারিনি। তবে আমরা আবারও ব্যাটিংয়ে নামবো। এ নিয়ে রাতে মিটিং করবো আমরা। যদি ৫২০ বা এর আশেপাশে স্কোর করতে পারি, তাহলে ওদের চাপে ফেলা যাবে।’

পাল্লেকেলের ব্যাটিং স্বর্গে লঙ্কানরাও এমন ব্যাটিং করবেন বলে ধারণা ডমিঙ্গোর। তবে ডমিঙ্গো মনে করেন বাংলাদেশের বৈচিত্র্যময় বোলিংয়ের কারণে স্বাগতিকদের স্কোর করা সহজ হবে না, ‘এখন পর্যন্ত উইকেট ব্যাটিংয়ের জন্য খুবই ভালো আছে। তাদের দলেও বিশ্বমানের ব্যাটসম্যান আছে। তবে আমাদের বেশ ভালো কয়েকজন বোলার আছে। তিনজন পেসার তিন রকমের। এর সঙ্গে একজন অফ স্পিনার, একজন বাঁহাতি স্পিনার। কাজেই বোলিং বৈচিত্র্য আছে।

৫ দিনের মধ্যে দু’দিন পেরিয়ে গেছে। এই টেস্টে কী ফলাফল আসা সম্ভব? এমন প্রশ্নের জবাবে ডমিঙ্গো বলেছেন, ‘বিদেশের মাটিতে আমাদের ছেলেরা অসাধারণ সময় পার করেছে। গত কিছুদিন ধরে তারা অনেক সমালোচনার শিকার হয়েছিল। সেই সমালোচনা পেছনে ফেলে বিদেশে প্রভাব বিস্তার করে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। তবে টেস্টের ফলাফল এখনও দূরের ব্যাপার। এই মুহূর্তে আমরা এমন কিছু চিন্তা করছি না।

স্পোর্টস ডেস্ক/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আজও ব্যাট করতে চায় বাংলাদেশ

আপডেটের সময় ০৪:৫১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১

স্পোর্টস ডেস্ক: পাল্লেকেলেতে মেঘ-বৃষ্টির কারনে ২৫ ওভার আগেই খেলা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন আম্পায়াররা। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৭৪ রান। ৪৩ রান নিয়ে ক্রিজে আছেন মুশফিকুর রহিম, ২৫ রানে লিটন দাস। টেস্টের ফল পেতে হলে বাকি তিনদিনে আরও তিন ইনিংসের সমাপ্তি হতে হবে। অথচ এর পরও আজ কিছু সময় ব্যাটিং করার পরিকল্পনা বাংলাদেশের। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সে কথাই জানিয়ে গেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

পাল্লেকেলের উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে স্বপ্নের মতো দুটি দিন পার করেছে বাংলাদেশ দল। শান্তর অনবদ্য ১৬৩ রানের পর মুমিনুল পেয়েছেন সেঞ্চুরি (১২৭)। তাদের আগে তামিম খেলেছেন ৯০ রানের ইনিংস। এখন পর্যন্ত মুশিফক-লিটন অপরাজিত থেকে দারুণ কিছু করার ইঙ্গিত দিচ্ছেন। তাই আরও কিছু রান করেই প্রতিপক্ষের হাতে ব্যাট তুলে দিতে চায় বাংলাদেশ।

তৃতীয় দিনের পরিকল্পনা নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুলদের প্রধান কোচ বলেছেন, ‘মেঘলা আবহাওয়ার কারণে আমরা বেশ কিছু ওভার খেলতে পারিনি। তবে আমরা আবারও ব্যাটিংয়ে নামবো। এ নিয়ে রাতে মিটিং করবো আমরা। যদি ৫২০ বা এর আশেপাশে স্কোর করতে পারি, তাহলে ওদের চাপে ফেলা যাবে।’

পাল্লেকেলের ব্যাটিং স্বর্গে লঙ্কানরাও এমন ব্যাটিং করবেন বলে ধারণা ডমিঙ্গোর। তবে ডমিঙ্গো মনে করেন বাংলাদেশের বৈচিত্র্যময় বোলিংয়ের কারণে স্বাগতিকদের স্কোর করা সহজ হবে না, ‘এখন পর্যন্ত উইকেট ব্যাটিংয়ের জন্য খুবই ভালো আছে। তাদের দলেও বিশ্বমানের ব্যাটসম্যান আছে। তবে আমাদের বেশ ভালো কয়েকজন বোলার আছে। তিনজন পেসার তিন রকমের। এর সঙ্গে একজন অফ স্পিনার, একজন বাঁহাতি স্পিনার। কাজেই বোলিং বৈচিত্র্য আছে।

৫ দিনের মধ্যে দু’দিন পেরিয়ে গেছে। এই টেস্টে কী ফলাফল আসা সম্ভব? এমন প্রশ্নের জবাবে ডমিঙ্গো বলেছেন, ‘বিদেশের মাটিতে আমাদের ছেলেরা অসাধারণ সময় পার করেছে। গত কিছুদিন ধরে তারা অনেক সমালোচনার শিকার হয়েছিল। সেই সমালোচনা পেছনে ফেলে বিদেশে প্রভাব বিস্তার করে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। তবে টেস্টের ফলাফল এখনও দূরের ব্যাপার। এই মুহূর্তে আমরা এমন কিছু চিন্তা করছি না।

স্পোর্টস ডেস্ক/ইবিটাইমস/আরএন