
অস্ট্রিয়ায় চুল কাটার সেলুনে করোনার হানা
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের লোয়ার অস্ট্রিয়ার Zwettl জেলার একটি চুল কাটার সেলুনে করোনার প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে। প্রশাসনের পক্ষ থেকে লকডাউন শুরুর ঠিক পূর্বে যারা উক্ত সেলুনে চুল কাটতে গিয়েছিলেন তাদের সন্ধান করা হচ্ছে। জেলার স্থানীয় সংবাদ মাধ্য জানিয়েছেন যে,এই পর্যন্ত এই সেলুনের সাথে সম্পর্কিত ৬ জনের দেহে দক্ষিণ আফ্রিকার মিউটেশন ভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়েছে।…