
ভিয়েনায় প্রাক্তন প্রেমিকার উপর পেট্রোল হামলা চালিয়ে প্রেমিক পালিয়ে গেছে
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন আজ শুক্রবার সকাল ১১:৪০ মিনিটে ৯ নাম্বার ডিস্ট্রিক্ট আলসার গ্রাউন্ডের নুসডরফার স্ট্রাসের সন্নিকটে একজন মহিলাকে অগ্নিদগ্ধ অবস্থায় রাস্তায় দৌড়াতে দেখা গেছে। খবর পেয়ে মুহুর্তের মধ্যেই পুলিশ,ফায়ার সার্ভিস ও এমবুলেন্স এসে মহিলাকে গুরুতর অগ্নিদগ্ধ হয়ে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। পেট্রোলের আগুনে মহিলার সারা শরীরেই আগুন…