
অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের NÖ রাজ্যে ৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত
রাজধানী ভিয়েনার দক্ষিণেও প্রচন্ড কম্পন অনুভূত ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ অস্ট্রিয়ান সেন্ট্রাল ইনস্টিটিউট ফর মেটিরিওলজি অ্যান্ড জিওডাইনাইমিক্সের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন,আজ মঙ্গলবার ৩০ শে মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টার(১৮:০০) কিছু পূর্বে অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের রাজ্য NÖ এক ৪.৭ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন ভূমিকম্পের কেন্দ্রস্থল সনাক্ত করা হয়েছে Niederösterreich রাজ্যের Neunkirchen জেলায়। অস্ট্রিয়ান…