
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রীর পূর্বাঞ্চলের ৩ টি রাজ্যের লকডাউন সফল করার অনুরোধ
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী রুডল্ফ আনস্কোবার আজ রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ইস্টারের সময় ভিয়েনা,লোয়ার অস্ট্রিয়া ও বুর্গেনল্যান্ড রাজ্যের লকডাউন সফল করার জন্য এই অঞ্চলের মানুষের প্রতি বিশেষ অনুরোধ করেছেন। তাছাড়াও গতকাল অস্ট্রিয়ার বিভিন্ন সংবাদ পত্রে ভিয়েনার ডোনাও খালের পাড় এবং বিভিন্ন পার্কে শত শত মানুষের উপস্থিতির সংবাদে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি গতকালও এক…