
ভ্যাকসিন নিতে এসে অস্ট্রিয়া সেন্টারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মহিলার মৃত্যু
ইউরোপ ডেস্কঃ আজ ভিয়েনার অস্ট্রিয়া সেন্টারে ৫৮ বৎসর বয়স্ক একজন মহিলা করোনার ভ্যাকসিন নিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যান। তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেও বাঁচানো সম্ভব হয় নি। অস্ট্রিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছেন,রবিবার সকালে ভিয়েনার ২২ নাম্বার ডিস্ট্রিক্ট ডোনাওস্টাড্টের অস্ট্রিয়া সেন্টারে ইম্ফস্ট্রাসে এই হৃদয়বিধারক ঘটনা ঘটে। অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ কে এমবুলেন্স…