
সংক্রমণ বাড়লেও লকডাউন তুলে নিতে চায় অস্ট্রিয়া সরকার
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার শীর্ষ ভাইরোলজিস্ট নরবার্ট নোভোটনি আজ অস্ট্রিয়ার টেলিভিশন নেটওয়ার্ক “Puls24” এর স্টুডিও তে উপস্থিত হয়ে এক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে বলেন,যদিও আগামী দিনগুলিতে অস্ট্রিয়ায় প্রতিদিনের গড় সংক্রমণ ২,০০০ হাজারের ঘরে অবস্থান করবে তথাপি সব কিছু খুলে দেয়া যেতে পারে। সরকারের একটি বিশ্বস্ত সূত্র জাতীয় সংবাদ মাধ্যমকে ইঙ্গিত দিয়েছেন যে,আগামী ১লা মার্চ সরকারের নীতি নির্ধারকরা…