
অস্ট্রিয়া তার প্রতিবেশী সব দেশের সাথে সীমান্ত নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে
ইউরোপ ডেস্কঃঅস্ট্রিয়ার লকডাউন শিথিলতা ও সীমান্তে নিয়ন্ত্রণ জোরদারের তীব্র সমালোচনা করেছেন জার্মানি। অস্ট্রিয়ার প্রতিবেশী জার্মানির রাজ্য বাভারিয়ার (রাজধানী মিউনিখ) গভর্নর মার্কাস সোরডার অস্ট্রিয়ান সরকারের করোনার লকডাউন দ্রুত শিথিলতার প্রতিবাদ করে বলেছিলেন,”এটি অস্ট্রিয়ার একটি মারাত্মক ভুল সিদ্ধান্ত!” সব খুলে দিয়ে এখন আবার সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার অনেকটাই “দায়িত্বজ্ঞানহীন আচরণ”। জার্মানির সরকার প্রধান চ্যান্সেলর আঞ্জেলা মের্কেলর দল সিএসইউর…