
অস্ট্রিয়ার ফার্মাসীতে (Apotheke)৮ ফেব্রুয়ারী থেকে,বিনামূল্যে করোনা ভাইরাসের পরীক্ষা
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান ফার্মেসীগুলি সোমবার ৮ ই ফেব্রুয়ারী থেকে বিনামূল্যে করোনাভাইরাসের অ্যান্টিজেন (দ্রুত) পরীক্ষার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন,অস্ট্রিয়ান ফার্মাসিস্ট চেম্বারের সভাপতি উলরিক মুরশ-এডলমায়ার। তিনি গতকাল শুক্রবার অস্ট্রিয়ার ফেডারেল চ্যান্সেলারিতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। অস্ট্রিয়ার বেশ কয়েকটি ফার্মেসী সরকারের একটি পাইলট স্কিমের অংশ হিসাবে সোমবার থেকে সার্স-কোভিট -২ এর জন্য বিনামূল্যে অ্যান্টিজেন দ্রুত পরীক্ষার…