
ইউরোপীয় ইউনিয়নে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ !
সমগ্র অস্ট্রিয়া অব্যাহত করোনার লাল জোনে ! আন্তর্জাতিক ডেস্কঃ আজ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন, অস্ট্রিয়ার করোনা কমিশন তাদের সাপ্তাহিক বৈঠকে অস্ট্রিয়াকে করোনার লাইট সিস্টেমে অব্যাহত ঝুঁকিপূর্ণ গাঢ় লাল বর্ণেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন। কমিশন জানান,সমগ্র অস্ট্রিয়া এখনও করোনা ভাইরাসের অতি ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যেই রয়েছে। কমিশন মনে করছেন যেহেতু বৃটেনের পরিবর্তিত মিউটেশন ভাইরাস অস্ট্রিয়ায় সক্রিয়,তাই যে…