
সাকরাইন উৎসব: দিনে ঘুড়ির মেলা, রাতে লেজার শো
ঢাকাঃ ঘুড়ি তৈরি, নাটাই-সুতা প্রস্তুত করাসহ আরও নানা আয়োজন শুরু হয়েছিল সকাল থেকেই। দুপুরের পরেই নাটাই-ঘুড়ি হাতে ঘড়ের বাহিরে পুরণো ঢাকার ছেলে-বুড়ো সবাই। লোকে লোকারণ্য হয়ে ওঠে বাড়ির ছাদ, আকাশ ঢেকে যায় রঙ-বেরঙের ঘুড়িতে। আকাশে উড়াল দেয়া সেসব ঘুড়ির কতই না রূপ! কোনোটা পাখির আদলে তো কোনওটা মুখোশের মতো বিশাল। আছে কোভিড ১৯ ঘুড়িও। বৃহস্পতিবার…