ভিয়েনা ১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফেডারেশন কাপ ফাইনালে বসুন্ধরা কিংস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
  • ১২ সময় দেখুন

স্পোর্টস ডেস্কঃ হাই ভোল্টেজ ম্যাচে ঢাকা আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ১২০ মিনিটের কঠিন লড়াইয়ে ৩-১ গোলে জয় পায় গতবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের নির্ধারিত সময় ১-১ গোলে ড্র থাকে। অতিরিক্ত সময়ে দুটি গোল করে কিংসরা।

ফাইনালের ওঠার লড়াইয়ে প্রথমার্ধে আকাশী-নীলদের চাপে ফেলে কয়েকটি কর্ণার আদায় করে নেয় কিংসরা। গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি বিশ্বনাথ। আবাহনীর বেলফোর্টের হেড প্রতিহত করেন কিংস গোলরক্ষক। ম্যাচের ৩১ মিনিটে মারিয়ো লেমসের দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফ্রান্সিসকো। ৪২ মিনিটে আবাহনী ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও কিংস গোলরক্ষক জিকোর দক্ষতায় তা বিফলে যায়। বিরতির পর খেলায় সমতা আনে অস্কার ব্রুজনের বসুন্ধরা কিংস। একক প্রচেষ্টায় ব্রাজিলিয়ান জোনাথনের শটে বল ক্রসবারে লেগে গোললাইন অতিক্রম করে। পরে আর্জেন্টাইন রাহুল বেসেরার হেডে বল জড়ায় জালে।

বাকি সময়ে আর কোন কোন গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১১০ মিনিটে কিংসদের লিড বাড়ান রাউল বেসেরা। ২-১ গোলে পিছিয়ে পড়া আবাহনী ম্যাচের ফেরার সুযোগ পেলেও হতাশ হতে হয় তাদের। জীবনের গোল অফসাইডে বাতিল করেন রেফারি। খেলার শেষ মুহুর্তে জোনাথন আবার লক্ষ্যভেদ করেন। ৩-১ গোলের জয়ে ফাইনালে পৌঁছে যায় বসুন্ধরা কিংস।

রবিবার ফাইনালে তাদের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব।

ইউবি টাইমস/০৭.০১.২১

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফেডারেশন কাপ ফাইনালে বসুন্ধরা কিংস

আপডেটের সময় ০২:২৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১

স্পোর্টস ডেস্কঃ হাই ভোল্টেজ ম্যাচে ঢাকা আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ১২০ মিনিটের কঠিন লড়াইয়ে ৩-১ গোলে জয় পায় গতবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের নির্ধারিত সময় ১-১ গোলে ড্র থাকে। অতিরিক্ত সময়ে দুটি গোল করে কিংসরা।

ফাইনালের ওঠার লড়াইয়ে প্রথমার্ধে আকাশী-নীলদের চাপে ফেলে কয়েকটি কর্ণার আদায় করে নেয় কিংসরা। গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি বিশ্বনাথ। আবাহনীর বেলফোর্টের হেড প্রতিহত করেন কিংস গোলরক্ষক। ম্যাচের ৩১ মিনিটে মারিয়ো লেমসের দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফ্রান্সিসকো। ৪২ মিনিটে আবাহনী ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও কিংস গোলরক্ষক জিকোর দক্ষতায় তা বিফলে যায়। বিরতির পর খেলায় সমতা আনে অস্কার ব্রুজনের বসুন্ধরা কিংস। একক প্রচেষ্টায় ব্রাজিলিয়ান জোনাথনের শটে বল ক্রসবারে লেগে গোললাইন অতিক্রম করে। পরে আর্জেন্টাইন রাহুল বেসেরার হেডে বল জড়ায় জালে।

বাকি সময়ে আর কোন কোন গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১১০ মিনিটে কিংসদের লিড বাড়ান রাউল বেসেরা। ২-১ গোলে পিছিয়ে পড়া আবাহনী ম্যাচের ফেরার সুযোগ পেলেও হতাশ হতে হয় তাদের। জীবনের গোল অফসাইডে বাতিল করেন রেফারি। খেলার শেষ মুহুর্তে জোনাথন আবার লক্ষ্যভেদ করেন। ৩-১ গোলের জয়ে ফাইনালে পৌঁছে যায় বসুন্ধরা কিংস।

রবিবার ফাইনালে তাদের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব।

ইউবি টাইমস/০৭.০১.২১