ভিয়েনা ১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শেষ মুহূর্তের গোলে ফেডারেশন কাপের সেমিতে আবাহনী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
  • ৭ সময় দেখুন

স্পোর্টস প্রতিনিধি: ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্রান্সিস্কো তোরেসের দেয়া একমাত্র গোলে উত্তরা বারিধারাকে ১-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আবহনী।

 সোমবার (৪জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আবাহনী। অন্যদিকে, নেতিবাচক ফুটবল খেলেছে উত্তরা বারিধারা। শুরুর থেকেই আকাশি-নীল জার্সিদের ওপর চড়াও ছিল বারিধারার খেলোয়াড়রা।

ম্যাচে একাধিক সুযোগ পেয়েও শুরুতে গোল বঞ্চিত ছিল আবাহনী। খেলার ৮ মিনিটে জীবনের জোরালো শট বারিধারার গোলকিপার মামুন বাঁ দিকে ঝাঁপিয়ে রক্ষা করেন। ১৯ মিনিটে মাসিহ সাইগানির ফ্রি কিক সরাসরি গোলকিপারের গ্লাভসে জমে যায়। গোল শূণ্য নিয়েই খেলার বিরতিতে যায় দু’দল।

বিরতির পরে আক্রমেনর ধার বাড়ায় আবাহনী। ৫৮ মিনিটে বেলফোর্টের ক্রসে ব্রাজিলিয়ান তোরেস মাথা ছোঁয়াতে ব্যর্থ হলে আবারো গোল বঞ্চিত হয় আবাহনী। এর কিছু সময় পরেই সাইগানির শট গোলমুখ থেকে ফিরিয়ে দেন বারিধারার এক ডিফেন্ডার। তবে, দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোলের দেখা পায় ১১ বারের চ্যাম্পিয়নরা। অভিজ্ঞ ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরীর থ্রো ইনে সাইগানির লং পাসে পেয়ে যান তোরেস। তার বুলেট গতির শট জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় আবাহনী। আর এই গোলেই সেমিফাইনাল নিশ্চিত হয় দলটির।

আগামী ৭ জানুয়ারি বসুন্ধরা কিংসের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে আকাশি-নীলরা।

 স্পোর্টস/ইউবি টাইমস/ আরএন/৪.০১.২১

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেষ মুহূর্তের গোলে ফেডারেশন কাপের সেমিতে আবাহনী

আপডেটের সময় ০৫:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১

স্পোর্টস প্রতিনিধি: ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্রান্সিস্কো তোরেসের দেয়া একমাত্র গোলে উত্তরা বারিধারাকে ১-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আবহনী।

 সোমবার (৪জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আবাহনী। অন্যদিকে, নেতিবাচক ফুটবল খেলেছে উত্তরা বারিধারা। শুরুর থেকেই আকাশি-নীল জার্সিদের ওপর চড়াও ছিল বারিধারার খেলোয়াড়রা।

ম্যাচে একাধিক সুযোগ পেয়েও শুরুতে গোল বঞ্চিত ছিল আবাহনী। খেলার ৮ মিনিটে জীবনের জোরালো শট বারিধারার গোলকিপার মামুন বাঁ দিকে ঝাঁপিয়ে রক্ষা করেন। ১৯ মিনিটে মাসিহ সাইগানির ফ্রি কিক সরাসরি গোলকিপারের গ্লাভসে জমে যায়। গোল শূণ্য নিয়েই খেলার বিরতিতে যায় দু’দল।

বিরতির পরে আক্রমেনর ধার বাড়ায় আবাহনী। ৫৮ মিনিটে বেলফোর্টের ক্রসে ব্রাজিলিয়ান তোরেস মাথা ছোঁয়াতে ব্যর্থ হলে আবারো গোল বঞ্চিত হয় আবাহনী। এর কিছু সময় পরেই সাইগানির শট গোলমুখ থেকে ফিরিয়ে দেন বারিধারার এক ডিফেন্ডার। তবে, দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোলের দেখা পায় ১১ বারের চ্যাম্পিয়নরা। অভিজ্ঞ ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরীর থ্রো ইনে সাইগানির লং পাসে পেয়ে যান তোরেস। তার বুলেট গতির শট জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় আবাহনী। আর এই গোলেই সেমিফাইনাল নিশ্চিত হয় দলটির।

আগামী ৭ জানুয়ারি বসুন্ধরা কিংসের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে আকাশি-নীলরা।

 স্পোর্টস/ইউবি টাইমস/ আরএন/৪.০১.২১